Header Ads Widget

গ্রামীণ ব্যাংক চাকরি পরীক্ষার MCQ প্রশ্ন গুরুত্বপূর্ণ সাজেশন | Grameen bank job MCQ Exam question and suggestion |

 


গ্রামীণ ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে । ১৯৮৩  সাল থেকে ডঃ মুহাম্মদ ইউনুস এই ব্যাংকটির পরিচালনা করে আসছেন এবং তিনি এটির  প্রতিষ্ঠাতা । গ্রামীণ ব্যাংক সাধারণ মানুষদেরকে জামানত ছাড়াই ঋণ দেওয়ার কারনে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে । এই প্রতিষ্ঠানে আমাদের দেশের অনেক ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে । গ্রামীণ ব্যাংক ও খুব ভালো ভাবেই  তাদের কার্যক্রম সারা দেশব্যাপী পরিচালনা করে আসছে । |


আমাদের দেশে যারা শিক্ষিত বেকার ছেলেমেয়ে তাদের অনেকেরই স্বপ্ন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানে চাকরি করে নিজেদের স্বপ্নকে পূরণ করা ।  আমরা সাধারণত দেখি যে সরকারি বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের বই বাজারে পাওয়া যায় যেখান থেকে আমরা সরকারি চাকরির পরীক্ষা সম্পর্কে ধারণা পেয়ে থাকি । কিন্তু বেসরকারি চাকরি গুলোর জন্য কিন্তু এমন ধরনের কোন বই বা সাজেশন বের হয় না ।  যার কারণে আমরা হয়তো অনেকেই একটা টেনশনে পড়ে যায় যে আসলে গ্রামীণ ব্যাংকে যে আমি চাকরি করব আমি আবেদন করেছি কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান কি ধরনের প্রশ্ন করা হয় কত নম্বরের প্রশ্ন করা হয় এ বিষয়টা তো আমি জানিনা । মনে একটা ভয় কাজ করে । 


আজকে আমাদের এই পোস্টটি সেই সমস্ত ভাইদের জন্য যারা গ্রামীণ ব্যাংকে আবেদন করেছেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য । আমাদের এই পোষ্টের মাধ্যমে আমাদের সাথে গ্রামীণ ব্যাংকের পরীক্ষার জন্য কি ধরনের প্রশ্ন করা হয় এবং কত নম্বরের প্রশ্ন করা হয় সে বিষয়ে একটা বাস্তব রিয়েল পরীক্ষা প্রস্তুতি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব । 



আপনি যদি আমাদের পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন আশা করি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক বিষয়ে ধারণা ব্যক্ত করতে পারবেন ।  যা আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে আপনি সফলতা অর্জন করতে পারবেন । বর্তমান সময়ে যেহেতু প্রতিযোগিতার যুগ তাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবার থেকে ভালো নাম্বার নিয়ে পাস করতে হবে তবেই আপনি একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন । 


গ্রামীণ ব্যাংকের চাকরির প্রশ্ন :- 


গ্রামীণ ব্যাংকে মূলত চাকরির লিখিত প্রশ্নের ৫০নাম্বার থাকে এবং ভাইবা পরীক্ষায় ৫০  নম্বর থাকে ।  লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ,সাধারণ জ্ঞান,ফাইনান্স, কম্পিউটার ,অর্থনীতি ,গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা এই বিষয়গুলো থেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে । 

আজকে আমরা গ্রামীণ ব্যাংকের লিখিত পরীক্ষার ৫০ নম্বরের একটি রিয়েল প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ।


আরো দেখুন : ব্র্যাক এনজিও এর  পরীক্ষার জন্য সাজেশন ও  গুরুত্বপূর্ণ  MCQ প্রশ্ন ও উত্তর   


                                *********সাধারণ জ্ঞান অংশ :- ***********


প্রশ্নঃ ভবদহ বিল কোন জেলায়  অবস্থিত  ?

উত্তরঃ  যশোর জেলায়  ।

প্রশ্নঃ হাসন রাজা কোন এলাকার রাজা ছিলেন  ?

উত্তরঃ  সিলেট  । 

প্রশ্নঃ ইরানের পার্লামেন্টের নাম কি ?

উত্তরঃ  মজলিস।

প্রশ্নঃ প্রথম সাফ গেমস কোথায়  অনুষ্ঠিত হয় ?

উত্তরঃ কাঠমন্ডুতে  ।

প্রশ্নঃ দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ?

উত্তরঃ লালমনিরহাট জেলা । 

প্রশ্নঃ  জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে  ।

উত্তরঃ ২৪ অক্টোবর   । 

প্রশ্নঃ ২০১৮ সালে রাশিয়াই  বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হয়েছিল।

উত্তরঃ ২১ তম  আসর    ।  

প্রশ্নঃ 2022 কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট অর্জন করে কোন দেশের খেলোয়াড়।

উত্তরঃ ফ্রান্স  ।




প্রশ্নঃ আর্জেন্টিনার মানুষেরা কোন ভাষায় কথা বলে ?

উত্তরঃ স্প্যানিশ ভাষায় ।

প্রশ্নঃ  শেখ হাসিনা বাংলাদেশের কতবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ?

উত্তরঃ ৪ বার  ।

প্রশ্নঃ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স কত  ?

উত্তরঃ ৭৬ বছর   । 

প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপাধি কি ?

উত্তরঃ পদ্ম কন্যা  ।

প্রশ্নঃ বাংলাদেশের সেরা ক্রিকেট খেলোয়াড়ের নাম কি?

উত্তরঃ শাকিব আল হাসান।

প্রশ্নঃ  উত্তরা গণভবন কোথায় অবস্থিত ?

উত্তরঃ নাটোরে   ।

প্রশ্নঃ সোনারগাঁও বাংলাদেশের কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ মেঘনা নদীর তীরে   ।

প্রশ্নঃ ফুটবল বিশ্বকাপ ২০২২ অর্জন এর সময় মেসির বয়স কত ছিল?

উত্তরঃ ৩৬ বছর  । 

প্রশ্নঃ ঢাকার বিখ্যাত ""'তারা মসজিদ""' তৈরি করেন?

উত্তরঃ মির্জা আহমেদ খান।  

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম থানার নাম কি ?

 উত্তরঃ - শ্যামনগর, সাতক্ষীরা  ।   

প্রশ্নঃ  বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল কোন জেলায় এবং নাম কি ?

 উত্তরঃ মণিহার হল , যশোর  ।    

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম মন্দির কোনটি এবং কোথায়  ?

 উত্তরঃ ঢাকেশ্বরী মন্দির, ঢাকা  ।

প্রশ্নঃ প্রতি বছর নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ?

     উত্তরঃ সুইডেন থেকে  । 

 প্রশ্নঃ  ""বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ""এটা কী ধরনের স্যাটেলাইট হবে

    উত্তরঃ আর্থ অবজারভেশন স্যাটেলাইট | 



আরো দেখুন : গ্রামীণ ব্যাংক চাকরির ভাইভা পরীক্ষার  প্রস্তুতি | গ্রামীণ ব্যাংকের চাকরির ভাইভা পরীক্ষায় যে  ধরনের প্রশ্ন করা হয়



                          *********বাংলা  জ্ঞান অংশ :- ***********


প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয় কোন প্রাকৃত স্তর থেকে ? 

উত্তরঃ গৌড়ীয় প্রাকৃত থেকে  ।

প্রশ্নঃ  'লাইট অব এশিয়া' কোন কবির উপাধি  উপাধি? 

উত্তরঃ গৌতমবুদ্ধ  । 

প্রশ্নঃ কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ""বনফুল"' প্রকাশিত হয়?  

উত্তরঃ  ১৫ বছর বয়সে ।

প্রশ্নঃ  চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় ? 

উত্তরঃ  ৬টি ।

প্রশ্নঃ মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য বিখ্যাত মুসলমান কবি কেছিলেন ?

উত্তরঃ কবি আলাওল । 

প্রশ্নঃ   ""সোনাভান"" কাব্যগ্রন্থটির রচয়িতা কে ছিলেন ?

উত্তরঃ কবি শাহ মুহাম্মদ গরীবুল্লাহ  । 

প্রশ্নঃ ""Plagiarism""এর বাংলা প্রতিশব্দ কোনটি ? 

উত্তরঃ কুম্ভিলকবৃত্তি ।  

প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  ।

প্রশ্নঃ ""বাংলা একাডেমি"" প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ   ১৯৫৫ সালে ।

প্রশ্নঃ  ""ফোর্ট উইলিয়াম"" কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ  ১৮০০ সালে ।

প্রশ্নঃ পদ্মরাগ (উপন্যাস) টি  কে লিখেছেন ?

উত্তরঃ বেগম রোকেয়া  । 

প্রশ্নঃ পদ্মা নদীর মাঝি (উপন্যাস) টি কে লিখেছেন ?

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়  ।

প্রশ্নঃ  বিখ্যাত ""কৃষ্ণকুমারী""নাটক টি কার লেখা ?

উত্তরঃ   মাইকেল মধুসূদন দত্ত। 

প্রশ্নঃ   ""চণ্ডীদাস""কোন যুগের কবি ছিলেন ? ?

উত্তরঃ মধ্য যুগের কবি । 

প্রশ্নঃ বাংলা ভাষায় ""মহাভারত""কে অনুবাদ

করেন? 

উত্তরঃ কাশীরাম দাস। ।




প্রশ্নঃ বাংলা ভাষার মূল উৎস ছিলো  কোনটি?

উত্তরঃ  বৈদিক ।

প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ?

উত্তরঃ মাগধী প্রাকৃত থেকে   ।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি ?

 উত্তরঃ - চর্যাপদ।।   

প্রশ্নঃ  বিখ্যাত ""ঘরে বাইরে"" উপন্যাসটি কার লেখা?

 উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর  ।    

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ? 

 উত্তরঃ মুমূর্ষ ।

প্রশ্নঃ ""Null and void""-এর বাংলা পরিভাষা শব্দ কোনটি?

  উত্তরঃ বাতিল। । 



আরো দেখুন : ব্র্যাক এনজিওর চাকরির ভাইভা পরীক্ষার  প্রস্তুতি | ব্র্যাক এনজিও তে  চাকরির ভাইভা পরীক্ষায় যে  ধরনের প্রশ্ন করা হয় |



                                                 *********গণিত  জ্ঞান অংশ :- ***********


প্রশ্নঃ 90° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী হবে ?

উত্তরঃ 90° ।

প্রশ্নঃ ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ? 

উত্তরঃ  ৪ টি  । 

প্রশ্নঃ ২০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা  কয়টি ?  

উত্তরঃ  ১১টি ।

প্রশ্নঃ  ১ মিটার = কত ইঞ্চি হয়  ? 

উত্তরঃ   ৩৯.৩৭ ইঞ্চি। 

প্রশ্নঃ ১ কুইন্টাল = কত কেজি হয় ?

উত্তরঃ ১০০ কেজি। 

প্রশ্নঃ সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?

উত্তরঃ সংখ্যা প্রতীক ১০ টি । যথা – ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯।

প্রশ্নঃ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রী? 

উত্তরঃ ১৮০ ডিগ্রি  ।  

প্রশ্নঃ দুটি সংখ্যার গুনফল ১৫৩৬ হলে ।  সংখ্যা দুটির লসাগু ৯৬ হলে গসাগু কত ?

উত্তরঃ ১৬  ।

প্রশ্নঃ ১০০ গজ লম্বা  একটি সড়কের উভয় পাশে ১৫ফুট অন্তর বৃক্ষ চারা রোপণ করতে কতটি বৃক্ষ ছাড়ার প্রয়োজন?

উত্তরঃ  ৪২ টি  ।

প্রশ্নঃ ৮,১১,১৭,২৯,৫৩ - পরবর্তী সংখ্যাটি কত?

উত্তরঃ  ১০১ ।

প্রশ্নঃ ৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০,০০০ পিন  তৈরি করা হলে পতি টা  পিন এর ওজন কত কেজি হবে ?

উত্তরঃ ০,০০২১  । 

প্রশ্নঃ ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি । ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি দের গড় ওজন  কত হবে ?

উত্তরঃ ৬৮ কেজি ।

প্রশ্নঃ  টাকায় ৩ টি করে আম ক্রয় করে তাকাই  ২ টি করে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে ?

উত্তরঃ   ৫০% । 

প্রশ্নঃ   ১৫ টি ভেড়ার মূল্য ৫ টি গরুর মূল্যের সমান ।২ টি গরুর মূল্য ৩০০০ হাজার টাকা হলে । ৩ টি ভেড়ার মূল্য কত?

উত্তরঃ ১৫০০ টাকা  । 


আরো দেখুন :এনজিও চাকরির MCQ  প্রশ্ন | এনজিও চাকরি তে যে ধরনের প্রশ্ন করা হয় দেখুন


                                  *********ইংরেজি জ্ঞান অংশ :- ***********


প্রশ্নঃ '""Dog days"" means- ?

উত্তরঃ hot weather .

প্রশ্নঃ True শব্দটির Noun হচ্ছে ? 

উত্তরঃ   Truth .

প্রশ্নঃ Several new diseases --- in the recent years. ?  

উত্তরঃ  have come up.

প্রশ্নঃ  Night এর adjective? 

উত্তরঃ  Nocturnal .

প্রশ্নঃ Marriage এর adjective ?

উত্তরঃ Nuptial/Married। 

প্রশ্নঃ "Blockbuster" means-?

উত্তরঃ A powerful explosive to demolish building ।

প্রশ্নঃ ছেলেটি তার পিতার মতো ... translation ? 

উত্তরঃ The boy takes after his father  .

প্রশ্নঃ এক টাকার ভাংতি দাও। ...translation  ?

উত্তরঃ Give me one taka change.  

প্রশ্নঃ Which of the following has the similar sound of the word "won"?

উত্তরঃ  Own .

প্রশ্নঃWhat type of Gender 'Time' is?

উত্তরঃ  Neuter .

প্রশ্নঃ Lead is to pencil as .....is to pen  ?

উত্তরঃ Ink  .

প্রশ্নঃ Billion is ..... ?

উত্তরঃ One thousand million ।

প্রশ্নঃ I have ...... headache ?

উত্তরঃ   No article . 

প্রশ্নঃ   Antonym of Abate ........?

উত্তরঃ Diminish .

প্রশ্নঃ ""Tooth and nail"" means? 

উত্তরঃ Tried hard .

প্রশ্নঃ The old man died …….. cancer.?

উত্তরঃ   of.

প্রশ্নঃI hope your dream…….. true.?

উত্তরঃ comes  .

প্রশ্নঃChoose the synonym for ""stubborn"" ?

 উত্তরঃ - Obdurate.  

প্রশ্নঃ Oil your own machine ?

 উত্তরঃ Verb .

প্রশ্নঃ He .... to ride bicycle  ? 

 উত্তরঃ used.

প্রশ্নঃ The Thames .... London ?

     উত্তরঃ flows into .


আরো দেখুন : TMSS এনজিও চাকরির ভাইভা প্রস্তুতি |  TMSS এনজিও তে  চাকরির ভাইভা পরীক্ষায় যে  ধরনের প্রশ্ন করা হয় | 


             *********কম্পিউটার ,বিজ্ঞান ,ব্যাঙ্কিং  জ্ঞান অংশ :- ***********



প্রশ্নঃ 'বাংলাদেশ সরকারের সকল ব্যাংকের ব্যাংকার কাকে বলা হয় ?

উত্তরঃ বাংলাদেশ ব্যাংক কে ।

প্রশ্নঃ বাংলদেশের সকল  ব্যাংক এর অর্থের প্রধান উৎস কি?

উত্তরঃ  আমানত থেকে ।  

প্রশ্নঃ . বাংলাদেশের সরকারি নোটের সংখ্যা  কয়টি??  

উত্তরঃ  ৩ টি ।

প্রশ্নঃ বাংলাদেশের ৫০০টাকার নোট কোন দেশ থেকে ছাপানো হয় ? 

উত্তরঃ  জার্মানি থেকে ।

প্রশ্নঃ টাকা ছাপানোর কাগজ কোন দেশ থেকে বাংলাদেশে আমদানি করা হয় ?

উত্তরঃ সুইজারল্যান্ড থেকে ।

প্রশ্নঃ কন্যা সন্তান হওয়ার জন্য কে দায়ী ?

উত্তরঃ ছেলেরা  ।

প্রশ্নঃ বায়ুতে কোন উপাদান সবথেকে বেশি থাকে  ? 

উত্তরঃ নাইট্রোজেন বেশি থাকে ।   .

প্রশ্নঃ কোন কম্পিউটার বহন করা সব থেকে বেশি সুবিধা ?

উত্তরঃ ল্যাপটপ । 

প্রশ্নঃ কম্পিউটার নষ্ট হওয়ার প্রধান কারণ কি ?

উত্তরঃ  কম্পিউটারের বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ ।

প্রশ্নঃ গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ  ১৯৮৩ সালে । .

প্রশ্নঃ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নাম কি ?

উত্তরঃ ডঃ মুহাম্মদ ইউনুস । 

প্রশ্নঃ ডঃ মুহাম্মদ ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ ১৯৪০ সালে ।

প্রশ্নঃ ডঃ মুহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার অর্জন করেন ?

উত্তরঃ  ২০০৬ সালে । 

প্রশ্নঃ  মোবাইল ফোনের জনক এর নাম কি ?

উত্তরঃ মার্টিন কুপার ।

প্রশ্নঃ পেনিসিলিয়াম কি ? 

উত্তরঃ একপ্রকার ছত্রাক ।

প্রশ্নঃকোন প্রাণীর দেহের ওজন সব থেকে হালকা?

উত্তরঃ  পাখি ।

প্রশ্নঃকোন প্রাণীর মস্তিষ্ক সবচেয়ে বেশি বড় হয় ?

উত্তরঃ মানুষ ।

প্রশ্নঃ কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ছিল ?

 উত্তরঃ -Fortran ভাষা  ।

**( উৎস : সংগ্রহীত )**


আরো দেখুন : বাংলাদেশের সেরা ৪ টি এনজিও প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত

আরো দেখুন : প্রাইমারিতে 50 হাজারের শিক্ষক নিয়োগের বিশাল সার্কুলার ২০২৩

আরো দেখুন :ফ্লেক্সিলোড সিম বানিয়ে ফেলুন মাত্র ৫০ টাকায় Make flexiload SIM 

আমরা আমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র । জবের পরীক্ষার জন্য ভালো পিপারেশন নেওয়ার জন্য অবশ্যই একটা ভালো সাজানো-গোছানো প্রস্তুতি নিতে হবে । যেন পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন করা হোক না কেন আপনি সেগুলো খুব সুন্দর ভাবে উত্তর দিতে পারেন । আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য ভাল হবে আপনার জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে । 


কোন বিষয়ে জানার আগ্রহ থাকলে বা কোন বিষয় নিয়ে বলার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন । আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ।

Post a Comment

0 Comments