Header Ads Widget

ব্র্যাক এনজিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০ টি MCQ প্রশ্ন ও সাজেশন । Brac Ngo Exam MCQ Question

 



যারা ব্র্যাক এনজিও প্রতিষ্ঠান চাকরি করতে আগ্রহী । আজকের এই পোস্টটি তাদের জন্য কারণ আজকের পোস্টে আমরা ব্র্যাক এনজিও প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে পারে এবং যে ধরনের প্রশ্ন করা হয় সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ।আমরা এখানে বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি গণিত বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ।


যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই আমাদের আজকের এই পোষ্ট টি শেষ পর্যন্ত দেখুন । আমাদের এখান থেকে আপনার অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং যা বাস্তব কাজে লাগিয়ে আপনাদের জীবনের সফলতা অর্জন করতে পারবেন ।


আরো দেখুন : গ্রামীণ ব্যাংক চাকরির ভাইভা পরীক্ষার  প্রস্তুতি | গ্রামীণ ব্যাংকের চাকরির ভাইভা পরীক্ষায় যে  ধরনের প্রশ্ন করা হয় |


 তাহলে চলুন আমরা এনজিও প্রতিষ্ঠান প্রতিষ্ঠান জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর জেনে নিই :-



আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব ।আপনাদের কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য আরও অনেক পরিমান সাধারন জ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে ।


                                   ********সাধারণ জ্ঞান *********

প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে প্রথম  মহিলা মেট্রো রেল চালকের নাম কি ?

উত্তরঃ মরিয়ম আফিজা ।

প্রশ্নঃ অস্কার ২০২২ পুরষ্কারের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেলো কোন বাংলা সিনেমা  ?

উত্তরঃ  বাংলা সিনেমা 'হাওয়া'। ।

প্রশ্নঃ2022 ফুটবল বিশ্বকাপ এ চতুর্থ স্থান অর্জন করে কোন দেশ ।

উত্তরঃ মরক্কো ।

প্রশ্নঃ বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসাবে দায়িত্ব পেলেন কে ?

উত্তরঃ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।   । 

প্রশ্নঃ  কোন পাখির ডিম সিদ্ধ হওয়ার জন্য  দীর্ঘ ৪ ঘন্টা সময় লাগে?

উত্তরঃ উটপাখি পাখির ডিম  । 

প্রশ্নঃ নোবেল পুরস্কার সর্বপ্রথম কত সালে থেকে দেয়া চালু হয় ?

উত্তরঃ ১৯০১ সালে  থেকে    ।  

প্রশ্নঃ কোন গাছকে সূর্য কন্যা গাছ হিসাবে  ডাকা হয় ?

উত্তরঃ তুলা গাছ কে     ।

প্রশ্নঃ হিমালয়ের কন্যা হিসেবে রাখা হয় বাংলাদেশের কোন জেলাকে ?

উত্তরঃ পঞ্চগড় জেলাকে   ।

প্রশ্নঃ শীতল পানির ঝর্ণা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

উত্তরঃ কক্সাবাজার জেলায়  ।

প্রশ্নঃ বিশ্বের কোন মহাদেশকে অন্ধকার মহাদেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে?

উত্তরঃ আফ্রিকা মহাদেশকে   । 

প্রশ্নঃ কোন প্রাণী যে বাচ্চা জন্মদানের পরই  মা মারা যায়?

উত্তরঃ মাকড়সা  ।

প্রশ্নঃ বাংলাদেশ মহান জাতীয় সংসদের নির্মাণকারী ব্যক্তির নাম কি?

উত্তরঃ লুই আই কান  ।

প্রশ্নঃ  বাংলাদেশে কয়টি কাগজের নোট প্রচলিত আছে  ?

উত্তরঃ ১০ টি  ।

প্রশ্নঃ বাংলাদেশের ফুসফুস হিসেবে কোন জায়গাকে ডাকা হয় ?

উত্তরঃ সুন্দর বনকে    ।

প্রশ্নঃ  বাংলাদেশের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত  ?

উত্তরঃ বাগেরহাট জেলায়  । 

প্রশ্নঃ ইলিশ মাছ উৎপাদনের জন্য বাংলাদেশের অবস্থান কততম  ?

উত্তরঃ ১ নাম্বার  ।  

প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে মানুষের শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয় ?

 উত্তরঃ ভিটামিন বি ১২ ।   

প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি জেলা ছিল?

 উত্তরঃ ১৯ টি  ।    

প্রশ্নঃ  মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠা করা  হয়েছিল?

 উত্তরঃ ১৯০৬ সালে   ।

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় চা বাগানের সংখ্যা সবথেকে বেশি?

     উত্তরঃ মৌলভীবাজার জেলা  ।

প্রশ্নঃ বিশ্বের মধ্যে কোন দেশে একটা নদী ও নেই ?

     উত্তরঃ সৌদি আরব  ।

প্রশ্নঃ বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত ?

     উত্তরঃ গাজীপুর জেলায়  । 

প্রশ্নঃ বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি ?

     উত্তরঃ ৩০টি জেলা ।

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় হাওরের সংখ্যা সবথেকে বেশি  ?

     উত্তরঃ সিলেট জেলায়  । 

প্রশ্নঃ বাংলাদেশের মাছ গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত  ?

  উত্তরঃ খুলনা জেলায় ।

প্রশ্নঃ একজন সুস্থ মানুষ কত দিন পর পর রক্ত দান করতে পারে ?

  উত্তরঃ ৩ মাস পর পর ।

প্রশ্নঃ বাংলাদেশের কোন বনকে অ্যামাজন বন হিসাবে ডাকা হয় ?

     উত্তরঃ রাতারগুল বনকে   । 

প্রশ্নঃ ১২ আউলিয়ার দেশ বাংলাদেশের কোন জেলাকে বলা হয় ?

     উত্তরঃ চট্টগ্রাম কে। 

প্রশ্নঃ বাংলাদেশের গরম পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত   ?

     উত্তরঃ সীতাকুণ্ড জেলায়  । 

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলাকে দ্বীপের রানী বলা হয়   ?

  উত্তরঃ ভোলা জেলাকে  ।

প্রশ্নঃ ২০২২ সালের কাতার ফটবুল বিশ্বকাপের গোলের সংখ্যা কতটি  ?

  উত্তরঃ ১৭২ টি  ।

প্রশ্নঃ  বাংলাদেশের পোস্টাল একাডেমি কোন জেলায় অবস্থিত ?

  উত্তরঃ রাজশাহী ।

প্রশ্নঃইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত  ?

উত্তরঃ গ্রিস এ ।

প্রশ্নঃ  ব্র্যাক এনজিও এর প্রতিষ্ঠাতার  নাম কি  ?

উত্তরঃ স্যার ফজলে হাসান আবেদ  । 

প্রশ্নঃ ব্র্যাক এনজিও প্রতিষ্ঠান বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ  ১৯৭২ সালে  ?

প্রশ্নঃ ব্র্যাক এনজিও তে কাজ করা কর্মীদের মধ্যে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ?

উত্তরঃ মহিলাদের সংখ্যা      ।

প্রশ্নঃ ব্র্যাক এনজিও হেড অফিস কোথায় অবস্থিত?

উত্তরঃ মহাখালী ,ঢাকা    ।



আরো দেখুন :  গ্রামীণ ব্যাংক চাকরি পরীক্ষার  MCQ প্রশ্ন গুরুত্বপূর্ণ সাজেশন |


আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বিষয়ে  নিয়ে আলোচনা করব ।আপনাদের কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য আরও অনেক পরিমান ইংরেজি  বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে । 


                                **** ********* ইংরেজি ************


প্রশ্নঃ Just for asking বাংলা অনুবাদ করুন ?

উত্তরঃ চাইলেই পাওয়া যায়।

প্রশ্নঃ  Basic শব্দের অর্থ কি ?

উত্তরঃ   প্রাথমিক ।  

প্রশ্নঃ Development  শব্দের  অর্থ কি ? 

উত্তরঃ  উন্নয়ন ।

প্রশ্নঃ THE idioms  "put up with" means  ?

উত্তরঃ tolerate.

প্রশ্নঃ  Call to mind " meancs?

উত্তরঃ  remember .

প্রশ্নঃVanity Fair is a ....... ? 

উত্তরঃ  novel .

প্রশ্নঃT.S Eliot is a -poet ?

উত্তরঃModern .

প্রশ্নঃ  Nown of the world " Break" is ......  ?

উত্তরঃ breach .

প্রশ্নঃ Might শব্দটির adjective নিচের কোনটি ?

উত্তরঃ Mighty .

প্রশ্নঃ "Fag end " means-  ।  

উত্তরঃ The last part  .

প্রশ্নঃ What is the antonym of " Expel"?

উত্তরঃ Admit .

প্রশ্নঃWhat is the synonym  of " Remember"??

উত্তরঃ Recollect .

প্রশ্নঃ "Maiden speech" means -?

উত্তরঃ first speech .

প্রশ্নঃ Noun of the word "brief" is ..... ?

উত্তরঃ brevity .

প্রশ্নঃ A baker s dozen শব্দের  অর্থ কি ? 

উত্তরঃ Thietten .

প্রশ্নঃ At home শব্দের  অর্থ কি ? 

উত্তরঃ Familiar with .

প্রশ্নঃ  "Ambiguous "  means ....... ?

উত্তরঃ Unclear .

প্রশ্নঃ 'Dag Days " means .......?

উত্তরঃ hot weather .

প্রশ্নঃ Frequency " is ...... ?

উত্তরঃ Noun .

প্রশ্নঃ "Counsel" means ........?

উত্তরঃ Advice .

প্রশ্নঃ" Look over " means ....... ?

 উত্তরঃexamine closely .

প্রশ্নঃ What is the verb of the word " shortly"?

 উত্তরঃ shorten .

প্রশ্নঃ Put out শব্দের অর্থ কি ?

উত্তরঃ  নিভে ফেলা।  



আরো দেখুন :এনজিও চাকরির MCQ  প্রশ্ন | এনজিও চাকরি তে যে ধরনের প্রশ্ন করা হয় দেখুন 


আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ গণিত বিষয়ে  নিয়ে আলোচনা করব ।আপনাদের কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য আরও অনেক পরিমান গণিত বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে । 

                                **** ********* গণিত ************

প্রশ্নঃএকটি সংখ্যা থেকে ৪০% বিয়োগ করলে ৩০ থাকে । তবে সংখ্যাটি  কত ?

উত্তরঃ ৫০ ।

প্রশ্নঃ  ২,৩,৫,৮,১৩,২১,৩৪। ....ধারাটির পরের সংখ্যাটি কত ?

উত্তরঃ ৫৫ ।

প্রশ্নঃ  কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭,৪০,ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩,৪ ও ৫  ভাগশেষ থাকবে  ? 

উত্তরঃ ১২ ।

প্রশ্নঃ04 *0.02*0.08 = ?

উত্তরঃ 0.00064 .

প্রশ্নঃ ভাজক ভাগফলের ১০ গুন্  ভাজক ০.৫ হলে ভাজ্যু কত?

উত্তরঃ ০.০২৫ ।

প্রশ্নঃ ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর । তাদের বাবা সহ তাদের বয়সের গড় ২৫ বছর । তাদের বাবার বয়স কত   ?

উত্তরঃ ৫২ বছর ।

প্রশ্নঃ ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত ?  

উত্তরঃ ৫ ।

প্রশ্নঃ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?

উত্তরঃ ১৩:১২:৫ ।

প্রশ্নঃ৫,৫,৬,৬,৭,৭ সংখ্যাগুলো থেকে ৩ অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাই ?

উত্তরঃ ২৪টি 

প্রশ্নঃ বার্ষিক  ১০% মুনাফাই ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে ?

উত্তরঃ ১০৬৪৮ টাকা ।

প্রশ্নঃ তিনটি ক্রমিক সংখ্যার গুনফল ৭২০ হলে সংখ্যা  তিনটির যোগফল কত ?

উত্তরঃ ২৭.

প্রশ্নঃ ৮০,৯৬,-----১২৮ শূন্যস্থানে সংখ্যাটি কত হবে ? 

উত্তরঃ ১২২ ।

প্রশ্নঃ x+y =6 হলে xy এর  বৃহত্তম মান কত ? 

উত্তরঃ ৯ ।

প্রশ্নঃ শতকরা বার্ষিক  ৪ টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ ৪ টাকা হবে ?

উত্তরঃ ২০ ।



আরো দেখুন :ব্র্যাক এনজিওর চাকরির ভাইভা পরীক্ষার  প্রস্তুতি | ব্র্যাক এনজিও তে  চাকরির ভাইভা পরীক্ষায় যে  ধরনের প্রশ্ন করা হয়


আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বাংলা  বিষয়ে  নিয়ে আলোচনা করব ।আপনাদের কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য আরও অনেক পরিমান বাংলা   বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে । 


                                **** ********* বাংলা ************


প্রশ্নঃ বহুব্রীহি সমাস কত প্রকার ?

উত্তরঃ ৮ প্রকার ।

প্রশ্নঃ  একাদশে বৃহস্পতি এই বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ সৌভাগ্যের বিষয়  ।

প্রশ্নঃ  নীল  লোহিত কোন কবির  ছদ্মনাম ছিল ? 

উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায় ।

প্রশ্নঃ ইতর বিশেষ " এই বাগধারাটির অর্থ কি? 

উত্তরঃ পার্থক্য  ।

প্রশ্নঃ দিবারাত্রির কাব্য কোন কবির লেখা ?

উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়  ।

প্রশ্নঃ রাবনের চিতা " এই বাগধারাটির অর্থ কি? 

উত্তরঃ চির অশান্তি  ।

প্রশ্নঃ শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয়   ?  

উত্তরঃ প্রকৃতি  ।

প্রশ্নঃ বাংলা সাহিত্যে কোন কবিকে  ছন্দের জাদুকর বলা হয় ?

উত্তরঃ সতেন্দ্রনাথ দত্ত ।

প্রশ্নঃ বাংলা ভাষার সর্ব প্রথম মুসলিম কবির নাম কি ?

উত্তরঃ শাহ মাহমুদ সগীর ।

প্রশ্নঃ আদালত শব্দটি কোন ভাষা থেকে এসেছে  ?

উত্তরঃ আরবি ভাষা থেকে  ।

প্রশ্নঃ আট কপালে " শব্দটির অর্থ কি ?

উত্তরঃ হতভাগ্য  ।

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কি ? 

উত্তরঃ বাঁধনহারা ।

প্রশ্নঃ না " এটি কোন জাতীয় শব্দ? 

উত্তরঃ অব্যয় জাতীয় ।

প্রশ্নঃ দম্পতি "  এটা কোন সমাসের উদাহরণ ?

উত্তরঃ এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ ।

প্রশ্নঃ অক্টোপাস "  উপন্যাস এর লেখক এর নাম কি ছিল.?

উত্তরঃ কবি শামসুর রহমান ।

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি ছিল ?

উত্তরঃ সমাচার দর্পণ ।

প্রশ্নঃ ঐতিহাসিক নাটক হিসেবে কোন নাটকটি পরিচিত?

উত্তরঃ নুরজাহান নাটক ।

প্রশ্নঃ যে নারী প্রিয় কথা বলে " তাকে এক কথায় কি বলা হয় ?

 উত্তরঃ প্রিয়ংবদা ।


***( সংগ্রহীত  )***



আমরা আপনাদেরকে শুধুমাত্র একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।  পরীক্ষায় ভালো করতে চাইলে প্রতিযোগিতায় টিকতে চাইলে আপনাকে কিন্তু আরো সাজানো-গোছানো ভাবে একটা ভালো প্রস্তুতি নিতে হবে । আপনার প্রস্তুতি যদি ভাল হয় তাহলে কিন্তু আপনি সবার থেকে ভালো নাম্বার উঠাতে পারবেন এবং আপনিও একটি এনজিও প্রতিষ্ঠানে চাকরি লাভ করার সুযোগ অর্জন করবেন । 

Post a Comment

0 Comments