Header Ads Widget

এনজিও চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৭৫ টি MCQ প্রশ্ন ও সাজেশন । Ngo Exam important MCQ Question

 



যারা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করার জন্য ইচ্ছুক আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য । কারণ এনজিও প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য আপনাকে একটি লিখিত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং এই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলে আপনাকে ভাইবার মাধ্যমে এনজিও পরীক্ষা তে নিয়োগ দেওয়া হয়ে থাকে । যদি লিখিত পরীক্ষায় ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয় সম্পর্কে ধারনা থাকতে হবে । আপনার যদি এমন ভালো প্রস্তুতি থাকে তাহলে অবশ্যই আপনি এনজিও চাকরির লিখিত এমসিকিউ পরীক্ষায় সফলতার সাথে উন্নীত হতে পারবেন ।


আপনারা যারা বিভিন্ন এনজিও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের হয়তো অনেকেরই ধারণা রয়েছে যে এনজিও চাকরির লিখিত পরীক্ষায় ৫০ মার্কের mcq প্রশ্ন করা হয়ে থাকে । আজকের পোস্টে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি আশা করি এই প্রশ্নগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং এখান থেকে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং এখান থেকে কিছু প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ ।


 

এনজিও চাকরির জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন :-



প্রশ্নঃ বাংলাদেশের সর্ব প্রাচীন জনপদ কোনটি ছিল  ?

উত্তরঃ পুন্ড্র জনপদ ।


প্রশ্নঃ বর্ধমান হাউস কোন শহরে অবস্থিত ?

উত্তরঃ  ঢাকা শহরে  ।


প্রশ্নঃ আল-আকসা মসজিদ কোন দেশে অবস্থিত ?

উত্তরঃ ফিলিস্তিন এ  ।


প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি ?

উত্তরঃ লালপুর ,নাটোরে    । 


প্রশ্নঃ  পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু  কোনটি কে  বলা হয়?

উত্তরঃ প্লাটিনাম কে   । 


প্রশ্নঃ বিশ্বে কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত ?

উত্তরঃ নিউইয়র্ক শহর  ।  


প্রশ্নঃ কিয়েভ কোন দেশের রাজধানীর নাম?

উত্তরঃ ইউক্রেন     ।


প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেল এর কার্যক্রম কত সালে শুরু হয়?

উত্তরঃ ২৬ জুন ২০১৬ সালে  ।


প্রশ্নঃ বাংলাদেশের মেট্রো রেলের রাস্তার দৈর্ঘ্য কত কিলোমিটার ?

উত্তরঃ ২১.২৬ কিলোমিটার  ।


প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেল এর সর্বমোট স্টেশন সংখ্যা কতটি?

উত্তরঃ ১৭ টি  । 


প্রশ্নঃ বাংলাদেশের মেট্রোরেল এর সর্বোচ্চ ভাড়া কত টাকা নির্ধারণ করা হয়েছে?

উত্তরঃ ১০০ টাকা ।


প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে মেট্রোরেল কত তারিখে উদ্বোধন করা হয়?

উত্তরঃ ২৮ শে ডিসেম্বর ২০২২ সাল ।


প্রশ্নঃ  জাতিসংঘ সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?

উত্তরঃ ১৯৪৫ সালে   ।


প্রশ্নঃ বিশ্ব শান্তির শহর নামে পরিচিত কোন এলাকাকে ডাকা হয়?

উত্তরঃ রোম শহরকে     ।


প্রশ্নঃ  বাংলাদেশের ফুসফুস হিসেবে ডাকা হয় কোন জেলাকে  ?

উত্তরঃ সন্দরবন ,খুলনাকে  । 


প্রশ্নঃ সাত পাহাড়ের দেশ হিসেবে কোন দেশ কে নামকরণ করা হয়েছে ?

উত্তরঃ রোম  কে  ।  


প্রশ্নঃ ভাটির দেশ নামে ডাকা হয় কোন দেশকে ?

 উত্তরঃ বাংলাদেশ কে ।   


প্রশ্নঃ সোশ্যাল মিডিয়া ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়?

 উত্তরঃ ২০০৪ সালে  ।    


প্রশ্নঃ বিশ্বের কোন দেশের নিষিদ্ধ শহর হিসেবে নামকরণ করা হয়?

 উত্তরঃ তিব্বতকে  ।


প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলাকে হিমালয়ের কন্যা হিসেবে নামকরণ করা হয়?

     উত্তরঃ পঞ্চগড় জেলা কে।


প্রশ্নঃ ১২ আউলিয়ার দেশ হিসেবে বাংলাদেশের কোন জেলাকে ডাকা হয়?

     উত্তরঃ চট্টগ্রাম জেলাকে   ।


প্রশ্নঃ বাংলাদেশের সর্ব প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ?

     উত্তরঃ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া । 


প্রশ্নঃ বাংলাদেশের গরম পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত?

     উত্তরঃ সীতাকুন্ড জেলায় ।


প্রশ্নঃসোশ্যাল মিডিয়ার টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়?

     উত্তরঃ ২০০৬ সালে । 


প্রশ্নঃ বাংলাদেশের কোন বিখ্যাত বনকে  অ্যামাজন বন হিসাবে ডাকা হয় ?

  উত্তরঃ সিলেটের রাতারগুল বন কে  ।


প্রশ্নঃ বিশ্বের মুক্তার দেশ হিসেবে পরিচিত কোন দেশ?

  উত্তরঃ কিউবা দেশ  ।


প্রশ্নঃ বাংলাদেশের সর্বপ্রথম এনজিও বিষয়ক ব্যুরো কত সালে প্রতিষ্ঠা করা হয়?

     উত্তরঃ ১৯৯০ সালে    । 


প্রশ্নঃ বাংলাদেশের টিএমএসএস এনজিও কত সালে প্রতিষ্ঠিত হয় ?

     উত্তরঃ ১৯৮০ সালে । 


প্রশ্নঃ বাংলাদেশের স্বনামধন্য এন জি ও টি এম এস এস এর প্রতিষ্ঠাতার  নাম কি  ?

     উত্তরঃ প্রফেসর ডঃ হোসনে আরা বেগম  । 


প্রশ্নঃ ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ  প্রতিষ্ঠান কে সংক্ষেপে কি নামে ডাকা হয় ?

  উত্তরঃ T.M.S.S নাম ।


প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার আকারের অনুপাত কত ?

  উত্তরঃ ১০: ৬ অনুপাত  ।


প্রশ্নঃ  পৃথিবীতে মোট কতটি দেশ রয়েছে?

  উত্তরঃ ২২৮ টি দেশ  ।


প্রশ্নঃবাংলাদেশে বসবাসকারী মোট উপজাতির সংখ্যা কত?

উত্তরঃ ৪৮ টি ।


প্রশ্নঃ  বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি  ?

উত্তরঃ১২ টি   । 


প্রশ্নঃ বর্তমান সময়ে বাংলাদেশের সর্ব মোট উপজেলার সংখ্যা কতটি?

উত্তরঃ  ৪৯২ টি   ?


প্রশ্নঃ বর্তমান সময়ে বাংলাদেশের সর্ব মোট থানার সংখ্যা কতগুলি ?

উত্তরঃ ৬৫০ টি থানা       ।


প্রশ্নঃ বাংলাদেশের উপকূলীয় জেলা হিসেবে কয়টি জেলাকে বোঝানো  হয়?

উত্তরঃ ১৯ টি জেলাকে   ।



আরো দেখুন :  গ্রামীণ ব্যাংক চাকরি পরীক্ষার  MCQ প্রশ্ন গুরুত্বপূর্ণ সাজেশন |



প্রশ্নঃ .......ink in my pen is good   ?

উত্তরঃ The  ।


প্রশ্নঃThe memoranda ......not omportant.?

উত্তরঃ  are  ।


প্রশ্নঃ The word "heritage" refers to .......... ?

উত্তরঃ tradition  ।


প্রশ্নঃ The varb from of "danger" is ........?

উত্তরঃ endanger  । 


প্রশ্নঃ  The antonym of "vice" is ........?

উত্তরঃ virtue  । 


প্রশ্নঃ If you help me , I ..........grateful ?

উত্তরঃ will remain  ।  


প্রশ্নঃ" I Know you " choose the complex from ?

উত্তরঃ I know  who you are   ।


প্রশ্নঃ" যেমন কর্ম তেমন ফল  " The translation is ...... ?

উত্তরঃ As you sow,so you reap  ।


প্রশ্নঃ "একবার না পারিলে দেখ শতবার  " The translation is ...... ?

উত্তরঃ If at first try you don’t succeed, try try again ।


প্রশ্নঃ "চোর পালালে বুদ্ধি বাড়ে"The translation is ...... ?

উত্তরঃ To lock the stable when the mare is stolen |


প্রশ্নঃ "দুধ কলা দিয়ে কালসাপ পোষা" The translation is ...... ?

উত্তরঃ To cherish a serpent in one’s bossom |


প্রশ্নঃ"কান টানলে মাথা আসে" The translation is ...... ?

উত্তরঃ Given the one, the other will follow |


প্রশ্নঃ "সব ভাল তার শেষ ভাল যার" The translation is ...... ?

উত্তরঃ All’s well that ends well  ।


প্রশ্নঃ "Tooth and nail"  means.......?

উত্তরঃ Tried hard  ।


প্রশ্নঃ  They are going to meet the principal………Sunday morning ?

উত্তরঃ on । 


প্রশ্নঃ They provide us ……food and drink ?

উত্তরঃ with ।  


প্রশ্নঃ "চোর পালালে বুদ্ধি বাড়ে "The translation is ...... ?

 উত্তরঃTo lock the stable when the mare is stolen ।   




আরো দেখুন :   ব্র্যাক এনজিও এর  পরীক্ষার জন্য সাজেশন ও  গুরুত্বপূর্ণ  MCQ প্রশ্ন ও উত্তর  |



প্রশ্নঃ বাংলা ভাষার মূল উৎস কোনটি    ?

উত্তরঃ অনার্য ভাষা  ।


প্রশ্নঃকলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ আরবি ভাষা থেকে  ।


প্রশ্নঃ পাউরুটি  শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ পর্তুগিজ শব্দ থেকে ।


প্রশ্নঃ সাক্ষী গোপাল"  বাগধারার অর্থ কি?

উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক। 


প্রশ্নঃ  "মানব "শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

উত্তরঃ মনু  +শু   । 


প্রশ্নঃ নিরাকার শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ সাকার  ।  


প্রশ্নঃ তাসের দেশ নাটকটির রচয়িতা নাম কি?

উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর  ।


প্রশ্নঃ মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তরঃ বারিদ   ।


প্রশ্নঃ উনপাজুরে বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ হতভাগ্য ।


প্রশ্নঃ সূর্য দীঘল বাড়ি উপন্যাসটির রচয়িতা নাম কি?

উত্তরঃ আবু ইসহাক ।


প্রশ্নঃ যা কষ্টে জয় করা যায় " তাকে এক কথায় কি বলে?

উত্তরঃ দুর্জয় ।



আরো দেখুন :  Lima Aktar Biography Lifestyle  চট্টগ্রামের সেরা সুন্দরী মেয়ে এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য 




প্রশ্নঃ ১থেকে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

উত্তরঃ ৩০  ।


প্রশ্নঃ একজন দোকানদার ৮ % লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করলে । জিনিসটির  ক্রয় মূল্য কত?

উত্তরঃ ৫০ টাকা   ।


প্রশ্নঃ একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে?

উত্তরঃ ৫:১ ।


প্রশ্নঃ ৮ জন শ্রমিক পাঁচ দিনে ২৪০০ টাকা আয় করে । ১০ জন  শ্রমিক  কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে?

উত্তরঃ ৪ দিনে । 


প্রশ্নঃ একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়  ।তাহলে সংখ্যাটি কত?

উত্তরঃ ১৮ । 


প্রশ্নঃ ০.৪%কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

উত্তরঃ ৪০% ।  


প্রশ্নঃ ৫,৮,১৪,২৬,৫০........ধারাটির পরবর্তী সংখ্যা কত ?

উত্তরঃ ৯৮ ।


প্রশ্নঃ দুইটি রাশির  অনুপাত  ৮:১৫ হলে । পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি  কত হবে?

উত্তরঃ ৭৫  ।


প্রশ্নঃ একটি  বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয় । তাহলে কত টাকায় বিক্রি করলে ৪০%টাকা লাভ হবে?

উত্তরঃ ৭০ টাকা  ।


প্রশ্নঃ তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে । সংখ্যা ৩ টির যোগফল কত হবে?

উত্তরঃ ১২  ।


*****সূত্র সংগ্রহীত*****



আমরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করি ।আশা করি আপনার এখান থেকে উপকৃত হবে এবং এর পাশাপাশি আপনাদেরকে আরও জোরালো ভালো একটা প্রস্তুতি নিতে হবে । আপনার প্রস্তুতি যত ভালো হবে আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন এবং আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে ইনশাআল্লাহ ।

Post a Comment

0 Comments