Header Ads Widget

ব্র্যাক এনজিও এর পরীক্ষার জন্য সাজেশন ও গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর | Brac Ngo MCQ Exam Question Suggetion |

 

ব্র্যাক এনজিও এর  পরীক্ষার জন্য সাজেশন ও  গুরুত্বপূর্ণ  MCQ প্রশ্ন ও উত্তর  | Brac Ngo MCQ Exam Question Suggetion |


অনেকেরই  একটা স্বপ্ন থাকে এনজিও প্রতিষ্ঠান চাকরি করা ।  কিন্তু বর্তমান সময়ে এনজিও প্রতিষ্ঠানে চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে গেছে এখন এনজিও প্রতিষ্ঠান চাকরি পেতে গেলে আপনাকেও সরকারি চাকরির মত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় । mcq পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে পাশ করার পর আপনাকে ভাইভা পরীক্ষার  মুখোমুখি হতে হয় এবং তারপরেই সেখানে সফলতা লাভ করলে আপনাকে এনজিও কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় ।


তো আপনি যদি এনজিও প্রতিষ্ঠান চাকরি করার জন্য আগ্রহী হয়ে থাকেন ।তাহলে অবশ্যই আপনাকে এমসিকিউ পরীক্ষায় পাশ করতে হবে । mcq পরীক্ষায় পাস করতে না পারলে কিন্তু আপনার এনজিও   প্রতিষ্ঠানে চাকরি করা হবে না ।তো যে এনজিও  প্রতিষ্ঠান চাকরিতে পাস করার জন্য অবশ্যই আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে ।


আমার আজকের পোস্টে আমরা ব্র্যাক এনজিও প্রতিষ্ঠানে চাকরি পরীক্ষার প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করব । ব্র্যাক  এনজিওতে চাকরির পরীক্ষার যে ধরণের প্রশ্ন আসতে পারে  সে বিষয়ে আপনাদের  একটি রিয়েল ধারণা দেওয়ার চেষ্টা করব  ইনশাল্লাহ ।


আরো দেখুন : এনজিও চাকরি করে নিজেকে যেভাবে সফল করবেন



               *********সাধারণ জ্ঞান অংশ :- ***********


প্রশ্নঃ উদীয়মান  অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম ।

উত্তরঃ  ৯ তম ।

প্রশ্নঃ  বাংলাদেশের পুলিশের প্রধানের নাম কি ।

উত্তরঃ  চৌধুরী আল মামুন । 

প্রশ্নঃ 2022 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দল ।

উত্তরঃ  ইংল্যান্ড ।

প্রশ্নঃ2022 ফুটবল বিশ্বকাপ এ চতুর্থ স্থান অর্জন করে কোন দেশ ।

উত্তরঃ মরক্কো ।

প্রশ্নঃ 2022 সালে ফিফা ব্যালন ডি'অর খেতাবটি কোন খেলোয়াড় অর্জন করে ।

উত্তরঃ করিম বেনজামা (ফ্রান্স)  । 

প্রশ্নঃ  বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর ।

উত্তরঃ ৭২.৪ বছর  । 

প্রশ্নঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এটা কত সালে উৎক্ষেপণ করা হবে ।

উত্তরঃ ২০২৩ সালে   ।  

প্রশ্নঃ সবচেয়ে বড় ঘাস কোনটি  ।

উত্তরঃ বাস    ।

প্রশ্নঃ নায়াগ্রা কি ?।

উত্তরঃ একটি জলপ্রপাত  ।



আরো দেখুন :  গ্রামীণ ব্যাংক চাকরি পরীক্ষার  MCQ প্রশ্ন গুরুত্বপূর্ণ সাজেশন |


প্রশ্নঃ  সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ।

উত্তরঃ ফ্যাদোমিটার  ।

প্রশ্নঃ মুজিবনগর কোথায় অবস্থিত ?।

উত্তরঃ মেহেরপুরে  । 

প্রশ্নঃ জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের মধ্যে মুসলিম দেশ হিসেবে কোন দেশ সবচেয়ে বড় ?

উত্তরঃ ইন্দোনেশিয়া ।

প্রশ্নঃ ইনকিলাব শব্দের অর্থ কি  ?

উত্তরঃ বিপ্লব  ।

প্রশ্নঃ  উত্তরা গণভবন কোথায় অবস্থিত ?

উত্তরঃ নাটোরে   ।

প্রশ্নঃ সোনারগাঁও বাংলাদেশের কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ মেঘনা নদীর তীরে   ।

প্রশ্নঃ  কান" এই শহরটি কোন দেশে অবস্থিত ?

উত্তরঃ ফ্রান্স এ   । 

প্রশ্নঃ  বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম কি এবং কোথায় অবস্থিত ?

উত্তরঃ বর্জ খলিফা,  দুবাই ।  

প্রশ্নঃ  সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে ?

 উত্তরঃ ৮.৩২ মিনিট সময় লাগে ।   

প্রশ্নঃ  কাচ তৈরির জন্য কোন পদার্থটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ?

 উত্তরঃ বালি ।    

প্রশ্নঃ  ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ  (২৬৪) রানের মালিক কে এবং তিনি কোন দেশের নাগরিক ?

 উত্তরঃ রোহিত শর্মা ,ভারত  ।

প্রশ্নঃ  বাংলাদেশের দর্শক  জনপ্রিয়তায় বর্তমান সময়ে সেরা অভিনেতার নাম কি ?

     উত্তরঃ চঞ্চল চৌধুরী  ।

প্রশ্নঃ প্রতি বছর নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ?

     উত্তরঃ সুইডেন থেকে  ।

প্রশ্নঃ শেখ হাসিনা কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায় ?

     উত্তরঃ ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর ,গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া তে  । 

প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নাম কি ছিল ?

     উত্তরঃ বেগম ফজিলাতুন্নেসা ।

প্রশ্নঃ খালিদ বিন ওয়ালিদ এটা কি নামে পরিচিত ?

     উত্তরঃ বাংলাদেশের নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ । 

প্রশ্নঃ বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?

  উত্তরঃ ৩ টি  । 



আরো দেখুন :  ব্র্যাক এনজিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ  ১০০ টি MCQ  প্রশ্ন ও সাজেশন 



                         *********বাংলা অংশ :- ***********


প্রশ্নঃ কত ধানে কত চাল বাগধারাটির অর্থ কি ।

উত্তরঃ  টের পাওয়া ।

প্রশ্নঃ  আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি কার লেখা।

উত্তরঃ  আবদুল গাফ্ফার চৌধুরী । 

প্রশ্নঃ ফৌজদারি মামলা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ।

উত্তরঃ  ফারসি ভাষা  ।

প্রশ্নঃ মকমক"  কার ডাক  ।

উত্তরঃ ব্যাঙের ডাক  ।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহিলা কবির  নাম কি ।

উত্তরঃ চন্দ্রাবতী  । 

প্রশ্নঃ  হরতাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে  ।

উত্তরঃ গুজরাটি শব্দ  । 

প্রশ্নঃ কুজন শব্দের অর্থ কি ।

উত্তরঃপাখির ডাক   ।  

প্রশ্নঃ যা বলার যোগ্য নয় "এক কথায় প্রকাশ কি হবে  ।

উত্তরঃ অকথ্য  ।

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায়  ?।

উত্তরঃ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে ,ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাই   ।




আরো দেখুন :এনজিও চাকরির MCQ  প্রশ্ন | এনজিও চাকরি তে যে ধরনের প্রশ্ন করা হয় দেখুন 



প্রশ্নঃ কবি প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন ।

উত্তরঃ ১৮৬৮ সালের ৭ আগস্ট  ।

প্রশ্নঃ শেষের কবিতা"   এটা কি ?।

উত্তরঃ একটি উপন্যাস  । 

প্রশ্নঃ উপস্থিত বুদ্ধি আছে যার"  তাকে এক কথায় কি বলে?

উত্তরঃ প্রত্যুৎপন্নমতি।

প্রশ্নঃ তাসের ঘর শব্দের অর্থ কি   ?

উত্তরঃ ক্ষণস্থায়ী   ।

প্রশ্নঃ  বিরাগী শব্দের অর্থ কি?

উত্তরঃ উদাসীন   ।

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৈতৃক পদবী কি ছিল ?

উত্তরঃ বন্দোপাধ্যায় ।

প্রশ্নঃ কবর নাটকটি কে রচনা করেছিলেন  ?

উত্তরঃ মুনীর চৌধুরী । 

প্রশ্নঃ স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?

উত্তরঃ কার ।  

প্রশ্নঃ  রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ?

 উত্তরঃ ১৯১৩ সালে  ।   

প্রশ্নঃ  জন্ডিস"  একটি ?

 উত্তরঃ নাটক  ।    

প্রশ্নঃ  মরমী কবি হিসেবে কাকে ডাকা হয় ?

 উত্তরঃ হাসন রাজা কে  ।


প্রশ্নঃ  শব্দ ও ধাতুর মূলকে কি বলে  ?

     উত্তরঃ প্রকৃতি   ।

প্রশ্নঃ আপন " শব্দের অর্থ কি ?

     উত্তরঃ আত্মীয়  ।

প্রশ্নঃ বাংলা ব্যঞ্জনবর্ণ সংখ্যায় মধ্যে মাত্রাহীন ব্রণের সংখ্যা কয়টি?

     উত্তরঃ ৬ টি   । 

প্রশ্নঃ বাংলা সাহিত্যের সরস্বতী কার উপাধি?

     উত্তরঃ স্বর্ণকুমারী দেবী ।

প্রশ্নঃ কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ?

     উত্তরঃ কামিন । 

প্রশ্নঃকবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান ?

  উত্তরঃ মাত্র ২১ বছর   । 



আরো দেখুন :ব্র্যাক এনজিওর চাকরির ভাইভা পরীক্ষার  প্রস্তুতি | ব্র্যাক এনজিও তে  চাকরির ভাইভা পরীক্ষায় যে  ধরনের প্রশ্ন করা হয়



                                         *******ইংরেজি  অংশ :- *******

প্রশ্নঃ Valiant means------- ?

উত্তরঃ Dauntless .

প্রশ্নঃ  George Orwell is ...........?

উত্তরঃ  a novelist ,

প্রশ্নঃ He is lazy .He never dose ..... work ?

উত্তরঃ  any .

প্রশ্নঃ Who  wrote The llliad  ?

উত্তরঃ Homer .

প্রশ্নঃ He has assured me ..... safety.?

উত্তরঃ of .

প্রশ্নঃ Noun of the word "poor" is .....?

উত্তরঃ Poverty .

প্রশ্নঃ "Pors and cons" means....... ?

উত্তরঃ Good and Bad .

প্রশ্নঃ Who is the greatest moedern Englis Dramatist.......?

উত্তরঃ G,B Shaw .

প্রশ্নঃ T,S Eliot was born is .......?

উত্তরঃ USA .

প্রশ্নঃ Give me ....... to him ,?

উত্তরঃ compliments.



আরো দেখুন : প্রাইমারিতে 50 হাজারের শিক্ষক নিয়োগের বিশাল সার্কুলার ২০২৩





প্রশ্নঃ What is a Sonnet ?

উত্তরঃ A poem of fourteen lines .

প্রশ্নঃজীবন পুষ্পশয্যা নয় " Translation ?

উত্তরঃ Life is not a bed of rose .

প্রশ্নঃ I Have great respect ----- him ?

উত্তরঃ for .

প্রশ্নঃ  Bag & Baggage" means ?

উত্তরঃ Leaving nothing behind .

প্রশ্নঃ Change the Narration : I said Do it ?

উত্তরঃ I ordered to do it .

প্রশ্নঃ I have read the book ... you  lent me  ?

উত্তরঃ that .

প্রশ্নঃ I opened the door as soon as I .... the bell  ?

উত্তরঃ heard .

প্রশ্নঃ  He gave up ...... football when he got married ?

 উত্তরঃ plating  .

প্রশ্নঃ  My brother has no appetite .....food  ?

 উত্তরঃ for .    

প্রশ্নঃ I am looking forward .... you  ?

 উত্তরঃ to seeing .

প্রশ্নঃ This is .........Oasis   ?

     উত্তরঃ a .

প্রশ্নঃ What you say is quaite  ?

     উত্তরঃout of doors.

প্রশ্নঃ Article is used based on .... ?

     উত্তরঃ Pronunciation .

প্রশ্নঃ He attended ...... the airport ?

     উত্তরঃ at .

প্রশ্নঃ Romeo and Julite is a .... ?

     উত্তরঃ tragedy .

প্রশ্নঃHe has been workking  .... a month  ?

  উত্তরঃ for .




আরো দেখুন :প্রাণ আরএফএল কোম্পানির চাকরির পরীক্ষার প্রশ্ন ও উত্তর |



                                   ***********গণিত  অংশ :- *************

প্রশ্নঃ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১০ হলে তিনটি সংখ্যা যোগফল কত হবে ?

উত্তরঃ ১৮। 

প্রশ্নঃ  তিনটি গরুর মূল্য নয়টি খাসির সমান,দুইটা গরুর মূল্য ২০ হাজার টাকা হলে দুই টা খাসির মূল্য কত?

উত্তরঃ  ৮ হাজার টাকা  ।

প্রশ্নঃ ২,৫,৭,৮। .....ধারাটির অষ্টম  পদ কত হবে?

উত্তরঃ  ১৪ ।

প্রশ্নঃ ৩,৬,৪,৯,৫,১২,৬ ......ধারাটির দশম  পদ কত হবে?  ?

উত্তরঃ ১৮ ।.

প্রশ্নঃ ১,৫,৩,৮ .......ধারাটির অষ্টম  পদ কত হবে?

উত্তরঃ ১৪ ।

প্রশ্নঃএকটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সেমি হলে এবং প্রস্থ ৫ সেমি হলে ,এর একটি কর্ণের দৈর্ঘ্য কত ?

উত্তরঃ ১৩ সেমী ।

প্রশ্নঃ বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায় ?

উত্তরঃ ৯ ।

প্রশ্নঃ একটি জিনিস ৬০ পয়সায় বিক্রি করলে ২০ % পার্সেন্ট লাভ হয় । জিনিসের ক্রয় মূল্য কত?

উত্তরঃ ৫০ পয়সা ।

প্রশ্নঃ একটি পণ্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রি করলে । শতকরা কত টাকা লাভ হবে ?

উত্তরঃ ২০ % ।

প্রশ্নঃ যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলবে ।ওই পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কতদিন চলবে?

উত্তরঃ ১৫ দিন ।






প্রশ্নঃ ২ থেকে শুরু করে পরপর ৫ টি জোড় সংখ্যার গড় কত হবে ?

উত্তরঃ ৬ ।

প্রশ্নঃ ১ টাকায় ৬ টা কলা ক্রয় করে ১ টাকায় কয় টাকা বিক্রি করলে ২০% লাভ হবে ?

উত্তরঃ ৪ টা ।

প্রশ্নঃ ০-৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

উত্তরঃ ৪০ % ।

প্রশ্নঃ ১ হতে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত ?

উত্তরঃ ২৫।

প্রশ্নঃ ৪০ থেকে ৬০এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে কতটি  ?

উত্তরঃ ৫ টি ।

প্রশ্নঃ১৩,১৭,২৫,৪১ - এর পরবর্তী সংখ্যা কি হবে ?

উত্তরঃ ৭৩ ।

প্রশ্নঃ I ৮,৯,১০,....১০০ পর্যন্ত সংখ্যার যোগফল কত ?

উত্তরঃ ৫০২২।

প্রশ্নঃ  ১ হতে ৭৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

 উত্তরঃ ৪০ ।

প্রশ্নঃ  ৬৪ এর  ২ ভিত্তিক লগারিদম কত  ?

 উত্তরঃ ৬ ।

প্রশ্নঃ ১ বর্গ কিলোমিটার সমান কত সেন্টিমিটার হয়  ?

 উত্তরঃ ১০,০০০ ।

প্রশ্নঃ ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত  ?

     উত্তরঃ১০ ।

প্রশ্নঃ যদি x+3y=40 এবং y = 3x হয় ,তবে y= ? 

     উত্তরঃ 12 .

প্রশ্নঃ ৯৯৯ সংখ্যাটির বর্গ কত ?

     উত্তরঃ ৯৯৮০০১ ।

প্রশ্নঃ 1+2+3+4+.................+99 =কত  ?

     উত্তরঃ 4950 .

প্রশ্নঃ ৭২ সংখ্যাটির মধ্যে কয়টি ভাজক  রয়েছে?

     উত্তরঃ ১২ টি ।

**( উৎস : সংগ্রহীত )**


আপনি যদি একটু ভালো প্রস্তুতি নিয়ে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে আশা করি আপনি সফলতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ । আর শুধুমাত্র এই প্রশ্নগুলোর কিন্তু যথেষ্ট না আপনাকে আরো বেশি আরো প্রশ্ন পড়তে  হবে ।আমরা শুধুমাত্র আপনাদেরকে একটা ধারনা দেবার চেষ্টা করেছি যে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে ব্র্যাক এনজিও প্রতিষ্ঠান । 


আপনাদের যদি কোন বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সে বিষয়টা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমরা সেই বিষয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ । 

Post a Comment

0 Comments