Header Ads Widget

প্রাণ আরএফএল কোম্পানির চাকরির পরীক্ষার প্রশ্ন ও উত্তর |Prana RFL Company Job Exam Questions and Answers



বর্তমান সময়ে প্রাণ-আরএফএল কোম্পানি বাংলাদেশের একটি অন্যতম একটি বেসরকারী প্রতিষ্ঠান ।এই প্রতিষ্ঠান দেশের বেকার সমস্যা সমাধানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে । এই প্রতিষ্ঠানটি গোটা বাংলাদেশ জুড়ে ১৩ টি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং গোটা বাংলাদেশ জুড়ে ডিলারের মাধ্যমে তাদের কাজ পরিচালনা করছে । আর এই কাজ করার জন্য অনেক  বেকার ছেলে এবং মেয়েদের কর্মের ব্যবস্থা রয়েছে কেউ ফ্যাক্টরি প্রতিষ্ঠানে কাজ করে তার বেকারত্ব কে মোকাবেলা করতে পেরেছে আমার কেউ মার্কেটিং বিভাগে কাজ করে তার বেকারত্ব মোকাবেলা  করতে পেরেছে ।





 আমাদের দেশে এখনো অনেক বেকার হয়েছে তাদের প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করার ইচ্ছা আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য ।অনেকের মনে ভয় থাকে যে আমি তো প্রাণ-আরএফএল কোম্পানিতে চাকরি করতে চাই কিন্তু প্রাণ আরএফএল কোম্পানিতে কি ধরনের পরীক্ষা হয় বা কি ধরনের পরীক্ষার প্রশ্ন আসে এই বিষয়ে তোমার কোন ধারনা নেই আমি কি পরীক্ষায় পাস করতে পারব । আজকের পোষ্টে প্রাণ আরএফএল কোম্পানির পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কি ধরনের প্রশ্ন হয় এবং সে প্রশ্নগুলো উত্তর নিয়ে আমরা আলোচনা করবো তাই এই পোস্টটি সবাই  শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা সবাই এই পোস্ট থেকে উপকৃত হবেন । 



আরো পড়ুন :- প্রাণ কোম্পানির চাকরির ভাইভা প্রস্তুতি | প্রাণ কোম্পানির চাকরি | 


একটা সময় ছিল যখন প্রাণ আরএফএল কোম্পানিতে আসলেই চাকরি হয়ে যেত কিন্তু এখন দেশে অনেক বেকার যুবক-যুবতীদের সংখ্যা বেশি যার কারণে কিন্তু এখন চাইলেই একটা বেসরকারি চাকরি জোগাড় করা যায় না ।যার কারণে এখন বেসরকারী চাকরীতে ও পরীক্ষার সিস্টেম চালু করা হয়েছে এই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে যোগ্য প্রার্থীদের কে যাচাই করে চাকরিতে নিয়োগ দেওয়া হয় তাই এখন আপনি যদি প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।




প্রাণ আরএফএল কোম্পানিতে দুই পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান তাদের মূলত ফ্যাক্টরিতে পরীক্ষা হয়ে থাকে আর যারা মার্কেটিং বিভাগে কাজ করতে চান তাদের কেন্দ্র ঢাকা হেড অফিসে পরীক্ষা হয়ে থাকে ।তো আজকে পোস্টে আমরা ফ্যাক্টরিতে চাকরির জন্য যে ধরনের পরীক্ষার প্রশ্ন করা হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব ।



প্রাণ আরএফএল কোম্পানির ফ্যাক্টরি নিয়োগের জন্য যে ধরনের প্রশ্ন করা হয়ে থাকে :


প্রাণ আরএফএল কোম্পানিতে নিয়োগ এর জন্য 50 নম্বরের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এ পরীক্ষায় যদি আপনি ভালো ভাবে পাশ করতে পারেন তাহলে কিন্তু আপনি একটি চাকরি অর্জন করতে পারবেন ।


১ নং প্রশ্ন : বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত বছর পর পর ?

উত্তরঃ  ৪ বছর পর পর ।

২ নং প্রশ্ন : বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানা কোথায় অবস্থিত?

উত্তরঃ  গাজীপুরে  ।

৩ নং প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কম হয় না বেশি হয় ?

উত্তরঃ  একই থাকে  ।

৪ নং প্রশ্ন : ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন :

উত্তরঃ  খান জাহান আলী । 

৫ নং প্রশ্ন :প্রাণ আরএফএল কোম্পানির প্রতিষ্ঠাতা নাম কি ?

উত্তরঃ  মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী । 

৬ নং প্রশ্ন :পৃথিবীতে মহাদেশ কয়টি ।

উত্তরঃ  ৫ টি ।

৭ নং প্রশ্ন : কম্পিউটারের জনক কে ?

উত্তরঃ  চার্লস বাবেজ  ।

৮ নং প্রশ্ন :লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড় ?

উত্তরঃ  আর্জেন্টিনা  ।


আরো পড়ুন :- প্রাণ আরএফএল কোম্পানির চাকরির বেতন কেমন হয়,জানুন বিস্তারিত 



৯ নং প্রশ্ন : ১ মিটারে কত ইঞ্চি?

উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।

১০ নং প্রশ্ন : চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কম ছিলো?

উত্তরঃ ২০% ।

১১ নং প্রশ্ন :  টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

উত্তরঃ ৫০% ।

১২ নং প্রশ্ন :  a+b+c = 0 হলে, aᶾ+bᶾ+cᶾ এর মান কত?

উত্তরঃ  3abc ।

১৩ নং প্রশ্ন : ১ কুইন্টালে কত কেজি হবে?

উত্তরঃ ১০০ কেজি।

১৪ নং প্রশ্ন :  ১ থেকে  ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?

উত্তরঃ ১১ টি ।





১৫ নং প্রশ্ন :  নিজের পায়ে কুড়াল মারা  এর ইংরেজি কি ?

উত্তরঃ To dig one’s own grave.

১৬ নং প্রশ্ন :  একবার না পারিলে দেখ শতবার এর ইংরেজি কি ?

উত্তরঃ If at first try you don’t succeed, try, try again

১৭ নং প্রশ্ন : কাটা ঘায়ে নুনের ছিটে এর ইংরেজি কি ?

উত্তরঃ  To add insult to injury.

১৮ নং প্রশ্ন : ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি এর ইংরেজি কি ?

উত্তরঃYou must not see things with half an eye.

১৯ নং প্রশ্ন :চোর পালালে বুদ্ধি বাড়ে এর ইংরেজি কি ?

উত্তরঃTo lock the stable when the mare is stolen.

২০ নং প্রশ্ন :টাকায় টাকা আনে এর ইংরেজি কি ? 

উত্তরঃ Money begets money.


আরো পড়ুন :-এনজিও চাকরির ভাইভা প্রস্তুতি । এনজিও চাকরির ভাইভা তে যে ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। 



২১ নং প্রশ্ন :I like listening to music. এর বাংলা  কি ?  

উত্তরঃ আমি গান শুনতে পছন্দ করি।

২২ নং প্রশ্ন :My name is Lisa এর বাংলা  কি ?  

উত্তরঃ আমার নাম লিসা।

২৩ নং প্রশ্ন :I believe you. এর বাংলা  কি ?  

উত্তরঃ আমি তোমাকে বিশ্বাস করি ।

২৪ নং প্রশ্ন :The patient had died before the doctor came এর বাংলা  কি ?  

উত্তরঃ  ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। 

২৫ নং প্রশ্ন : The earth moves round the sun.এর বাংলা  কি ?  

উত্তরঃ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে" ।



***একটি প্যারাগ্রাফ লিখুনঃ   my family ,Our  School  ,

***একটি রচনা লিখুনঃ am  in life ,population problem .



এইখানে প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ হয়ে থাকে তাই পরীক্ষা নিয়ে কেউ টেনশন করবেন না |হালকা-পাতলা একটু পিপারেশন  থাকলে আপনিও এই পরীক্ষাগুলো থেকে ভাল নাম্বার পাবেন ইনশাআল্লাহ .

Post a Comment

1 Comments