Header Ads Widget

সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৬০ টি প্রশ্ন ও উত্তর Govt Jobs Exam Important Questions 2023

 




বর্তমান সময়ে সরকারি চাকরির বাজার অনেক কঠিন কারণ বর্তমান সময়ে চাকরিপ্রার্থী প্রতিযোগী অনেক যার কারণে চাকরি পেতে হলে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে আপনার অনেক বিষয় সম্পর্কে জানতে হবে । আপনি বর্তমান সময়ে সরকারি যে কোন একটা চাকরি জোগাড় করতে গেলে  নিজেকে অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে সেরা প্রমাণিত করতে হবে । 


বর্তমান সময়ে সরকারি চাকরি পাইতে চাইলে আপনাকে খুব গোছানোভাবে একটি প্রস্তুতি নিতে হবে |আজকের এই পোস্টের মাধ্যমে আমরা সরকারি বিভিন্ন ধরণের  সরকারি চাকরি,ব্যাংকের চাকরি, প্রাথমিক শিক্ষক নিয়োগ চাকরি , শিক্ষক নিবন্ধন চাকরি ও পুলিশের চাকরি  প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ ৬০টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং সাথে উত্তরগুলো দেওয়ারও চেষ্টা করেছি আশা করি আপনারা এখান থেকে অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ ।



১ নং প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল কোনটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ বৃহত্তম সিনেমা হল  মনিহার, যশোর। 

২ নং প্রশ্ন :  বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি কোথায় অবস্থিত ?

উত্তরঃবৃহত্তম গ্যাসক্ষেত্র  তিতাস, ব্রাহ্মণবাড়িয়া।

৩ নং প্রশ্ন :  বাংলাদেশের দীর্ঘতম মানুষের নাম কি এবং তার বাসা কোথায় ? উত্তরঃ  পরিমল বর্মন, জিঞ্জিরা, ঢাকা ।

৪ নং প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম মানুষের উচ্চতা কত ?

উত্তরঃ (৮ফুট ৩ ইঞ্চি)।

৫ নং প্রশ্ন : বর্তমানে মাথাপিছু জমির পরিমান একর ?

 উত্তরঃ  মাথাপিছু জমির পরিমান ০.২৫ একর।





৬ নং প্রশ্ন : বাঙ্গালী জাতি পাকিস্তানের শাসনের অধীনে ছিল কত বছর ?

  উত্তরঃ  দীর্ঘ  ২৪ বছর।

 ৭ নং প্রশ্ন :  ১৯৭২ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল কেমন ?

  উত্তরঃ   দারিদ্র্যের হার ছিল৭০% ।

৮ নং প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন কত সালে ?

 উত্তরঃ  ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

৯ নং প্রশ্ন : বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?

 উত্তরঃ  পত্রিকার নাম উত্তরাধিকার।

১০ নং প্রশ্ন : মহান  মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি ক্যাটাগরিতে ?

 উত্তরঃ  ৪টি ক্যাটাগরিতে।



আরো পড়ুন :-শিক্ষক নিবন্ধন সহ সরকারি সব পরীক্ষায় আসার মতো ৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর   


১১ নং প্রশ্ন : ATM-এর জনক কে?

 উত্তরঃ  জন শেফার্ড ব্যারন।

 ১২ নং প্রশ্ন : চির শান্তির শহর নাম ডাকা  হয় কোন শহর কে?

 উত্তরঃ রোম শহরকে।

 ১৩নং প্রশ্ন : বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?

 উত্তরঃ  ১৯৪১ সালে ।

 ১৪নং প্রশ্ন : WWW এর পূর্ণরূপ কি ?

 উত্তরঃ  World Wide Web .

 ১৫নং প্রশ্ন : রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে নাম করুন করা হয়েছে ?

 উত্তরঃ সাজেক ভ্যালিকে।





 ১৬নং প্রশ্ন : বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালন করা হয় ?

 উত্তরঃ  সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর ।

 ১৭নং প্রশ্ন : আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয় ?

 উত্তরঃ   সক্রেটিস কে ।

 ১৮ নং প্রশ্ন : প্রকৃতির কন্যা বলা হয় কাকে বাংলাদেশের কোন এলাকাকে ?

 উত্তরঃ  সিলেটের জাফলংকে।

 ১৯ নং প্রশ্ন :  আধুনিক ল্যাপটপের জনক কাকে বলা হয় ?

 উত্তরঃ বাল মেগারিজ।

২০ নং প্রশ্ন : মুক্তিযোদ্ধরের মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল ?

 উত্তরঃ  ১২ টি।


আরো পড়ুন :-যে  ধরনের মেয়েদের সাথে প্রেম ও বিয়ে করলে সারাজীবন সুখী হওয়া যায়  জানুন শিখুন




 ২১ নং প্রশ্ন : গারো উপজাতীয়রা বাংলাদেশের কোথায় বসবাস করে?

 উত্তরঃ  ময়মনসিংহে।

 ২২ নং প্রশ্ন : ভারতের এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?

 উত্তরঃ  ২০১৫ সালে।

 ২৩ নং প্রশ্ন :  শিকাগো শহরকে কি নাম ডাকা হয়?

 উত্তরঃ  বাতাসের শহর নামে  ।

 ২৪ নং প্রশ্ন :  ই-মেইলের জনক এর নাম কি ?

 উত্তরঃ  রে টমলিনসন।

 বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?

 উত্তরঃভূটান।

  ২৫ নং প্রশ্ন :  কম্পিউটারের আবিষ্কারক এর নাম কি ?

 উত্তরঃ হাওয়ার্ড এ্যাইকিন।






  ২৬ নং প্রশ্ন :   কম্পিউটার বায়োস (BIOS)এর পূর্ণরুপ  কি?

 উত্তরঃ  Basic Input-Output System .

  ২৭ নং প্রশ্ন : মাইক্রো শব্দের অর্থ কি?

 উত্তরঃ  ক্ষুদ্রাকার বা ছোট ।

  ২৮ নং প্রশ্ন :  কম্পিউটারের বুদ্ধি  চেয়ে মানুষের বুদ্ধি কি ?

 উত্তরঃ  কম।

  ২৯ নং প্রশ্ন :  কম্পিউটার যন্ত্র শুদুমাত্র কোন ভাষা বোঝে?

 উত্তরঃ  নিজস্ব ভাষা।

৩০ নং প্রশ্ন : 0-09 পর্যন্ত এই Key গুলোর নাম কি?

 উত্তরঃ   Numeric key.






৩১ নং প্রশ্ন :  BOL এর পূর্ণরুপ কি?

 উত্তরঃ Bangladesh Online Limited.

৩২ নং প্রশ্ন : চ্যাট (Chat) শব্দের অর্থ কি?

 উত্তরঃ খোশগল্প করা।ম্যাসেজ লিখা ।

৩৩ নং প্রশ্ন : সর্বপ্রথম কোন দেশ পতাকার প্রচলন শরু করে ? উত্তরঃ ডেনমার্ক।

৩৪ নং প্রশ্ন : পৃথিবীতে সবচেয়ে শক্ত বস্তু কোনটি ?

 উত্তরঃ  হীরা।

৩৫ নং প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ এর নাম কি  ?

 উত্তরঃ  পিরামিড।



আরো পড়ুন :-যে ৩ ধরনের মেয়ের সাথে প্রেম করা উচিত নয় । যাদের সাথে প্রেম করলে শুধু দুঃখ পেতে হয়



৩৬ নং প্রশ্ন : পৃথিবীর সর্ব প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি ?

 উত্তরঃ  রাশিয়া ( পুর্বের সোভিয়েত ইউনিয়ন)।

৩৭ নং প্রশ্ন : CIS এর মোট সদস্য সংখ্যা কত ?

 উত্তরঃ  ১১টি।

৩৮ নং প্রশ্ন : বিশ্বের সর্ব প্রথম ব্যাংক প্রতিষ্টিত করে কোন দেশ ?

 উত্তরঃ  চীন দেশ ।

৩৯ নং প্রশ্ন : ইটালির আইনসভার নাম কি ?

 উত্তরঃ  পার্লামেন্ট।

৪০ নং প্রশ্ন : বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য  কত কি.মি. ?

 উত্তরঃ  ১৫৫ কি.মি.।






৪১ নং প্রশ্ন : আফগানিস্তানের প্রধান ভাষার নাম কি ?

 উত্তরঃ   পশতু।

 ৪২ নং প্রশ্ন :  পৃথিবীর সবচে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি ?

 উত্তরঃ   কারুইন বিশ্ববিদ্যালয় ।

  ৪৩ নং প্রশ্ন :কোন দেশে পাগল মানুষের সংখ্যা বেশি ?

 উত্তরঃ  বার্মায় (মায়ানমার )।

   ৪৪ নং প্রশ্ন : বিশ্বের কোন দেশে নারীদের সংখ্যা  বেশি ?

 উত্তরঃ   রাশিয়ায় ।

    ৪৫ নং প্রশ্ন :  বিশ্বের কোন নদীতে মাছ পাওয়া যায়না  ?

 উত্তরঃ  জর্ডান নদীতে ।




আরো পড়ুন :-ফ্লেক্সিলোড সিম বানিয়ে ফেলুন মাত্র ৫০ টাকায় 


    ৪৬ নং প্রশ্ন : WWW-এর জনক কে ?

 উত্তরঃ   টিম বার্নাস লি ।

    ৪৭ নং প্রশ্ন : বাংলাদেশে বাস করেনা এমন উপজাতির নাম কি ?

 উত্তরঃ -মাওরি উপজাতি ।

৪৮ নং প্রশ্ন : প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

 উত্তরঃ বরিশাল ।

৪৯ নং প্রশ্ন :  বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?

 উত্তরঃ  রেডিমেড গার্মেন্টস ।

৫০ নং প্রশ্ন :  নাসিরাবাদের বর্তমান নাম কি?

 উত্তরঃ   জাহাঙ্গীরনগর ।







৫১ নং প্রশ্ন : ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

 উত্তরঃ  ময়মনসিংহ ।

৫২ নং প্রশ্ন : ঢাকা বিশ্বের মধ্যে কততম মেগা সিটি হিসাবে পরিচিত ?

 উত্তরঃ   ১১তম।

৫৩নং প্রশ্ন :টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?

 উত্তরঃ  মধুমতি।

৫৪নং প্রশ্ন : বাংলাদেশে নদী পথের দৈর্ঘ্য কত ?

 উত্তরঃ ৯৮৩৩ কিমি।

৫৫ নং প্রশ্ন :  বরেন্দ্রভূমির আয়তন কত বর্গ কি.মি ?

 উত্তরঃ  ৯৩২০ বর্গ কি.মি ।






 ৫৬ নং প্রশ্ন : ভারত পাকিস্তান যুদ্ধ হয় কত সালে ?

 উত্তরঃ  ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর।

 ৫৭ নং প্রশ্ন : ভারত পাকিস্তানের মধ্যে কত দিন যুদ্ধ চলে?

 উত্তরঃ ১৭ দিন যুদ্ধ হয়েছিল ।

  ৫৮ নং প্রশ্ন : ভুটানের রাজধানী নাম কী?

 উত্তরঃ থিম্পু

  ৫৯ নং প্রশ্ন :তক্ষশীলা কোন দেশে অবস্থিত  ?

 উত্তরঃ পাকিস্তান ।

৬০ নং প্রশ্ন :শিক্ষা নগরী হিসাবে বাংলাদেশের কোন শহরকে ডাকা হয় ?

 উত্তরঃ রাজশাহী কে ।

Post a Comment

0 Comments