Header Ads Widget

শিক্ষক নিবন্ধন সহ সরকারি সব পরীক্ষায় আসার মতো ৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 2023 Teacher Registration Examination suggestion question 2023

 


দীর্ঘ অপেক্ষার অবসান শেষ করে অবশেষে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ডেট হয়েছে তাই এই মুহূর্তে সবার একটা জরুরী এবং গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেনেয়া  দরকার । যদি আপনি ভালোমতো  প্রস্তুতি নিতে  পারেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন তাহলেই কেবল আপনি একটি সরকারি চাকরি পাওয়ার সুযোগ অর্জন করবেন । 


আজকের পোস্টে আমরা আলোচনা করব শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসার মত গুরুত্বপূর্ণ ৭০ টি প্রশ্ন ও উত্তর নিয়ে । আপনি যদি একজন শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী হয়ে  থাকেন বা আপনি যেকোনো ধরনের সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য । আপনি যদি মনোযোগ দিয়ে এই বিষয়গুলো পড়েন  তাহলে আশা করি আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ ।


শিক্ষক নিবন্ধন সহ সরকারি সব পরীক্ষায় আসার মতো ৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর  :


১ নং প্রশ্ন :- টাইগার হিল কোথায় অবস্থিত ?

উত্তরঃ  কাশ্মীরে ।

২ নং প্রশ্ন :-জাপানের আইন সভার নাম কি ?

উত্তরঃ ডায়েট ।

৩ নং প্রশ্ন :- ওয়েস্ট ইন্ডিজ কি ?

উত্তরঃ কয়েকটি দ্বীপ   সমষ্টির নাম ।

৪ নং প্রশ্ন :-  নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন শুরু হয় কত সাল থেকে ?

উত্তরঃ ১৯০৯ শাল থেকে ।

৫ নং প্রশ্ন :- ২০২ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তরঃ টোকিও জাপান ।


আরো পড়ুন :- প্রাণ কোম্পানির চাকরির ভাইভা প্রস্তুতি | প্রাণ কোম্পানির চাকরি | 



৬ নং প্রশ্ন :- ইকুয়েডরের রাজধানীর নাম কি?

উত্তরঃ কুইটো ।

৭ নং প্রশ্ন :- স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা কত ?

উত্তরঃ ১৫০ ফুট ।

৮ নং প্রশ্ন :- বর্তমান সময়ে পৃথিবীতে কোন মহাদেশের  মানুষ সবচেয়ে বেশি এইডস আক্রান্ত হয়ে মারা যায় ?

উত্তরঃ আফ্রিকা ।

৯ নং প্রশ্ন :- আফ্রিদি উপজাতি  কোন মহাদেশে বাস করি ?

উত্তরঃ  পাকিস্তান ।

১০ নং প্রশ্ন :-  ইনসুলিন কে আবিষ্কার করেন ?

উত্তরঃ  বেন্টিং।





১১ নং প্রশ্ন :- মুক্তার দেশ বলা হয় কাকে ?

উত্তরঃ কিউবা ।

১২ নং প্রশ্ন :- ঘানার মুদ্রার নাম কি?

উত্তরঃ সেডি ।

১৩ নং প্রশ্ন :- বিশ্বে নিষিদ্ধ শহর নামে পরিচিত কোন জায়গা?

উত্তরঃ তিব্বতের রাজধানী লাসাকে । 

১৪ নং প্রশ্ন :-  প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি ?

উত্তরঃ  যুক্তরাষ্ট্র । 

১৫ নং প্রশ্ন :-  জাতিসংঘ দিবস কবে পালিত হয়?

উত্তরঃ ২৪ অক্টোবর ।


আরো পড়ুন :-প্রাণ আরএফএল কোম্পানির চাকরির পরীক্ষার প্রশ্ন ও উত্তর |



১৬ নং প্রশ্ন :- বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?

উত্তরঃ  ৩২ তম ।

১৭ নং প্রশ্ন :- কোন দেশকে ইউরোপের ককপিট বলা  হয়ে থাকে ?

উত্তরঃ  বেলজিয়াম  কে ।

১৮ নং প্রশ্ন :- কোন ভাষায় বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে ?

উত্তরঃ ম্যান্ডারিন ।

১৯ নং প্রশ্ন :-গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় ?

উত্তরঃ নেপাল ।

২০ নং প্রশ্ন :- সিডনি কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ মারে ডালিং ।





২১ নং প্রশ্ন :- আকাবা কোন দেশের সমুদ্র বন্দরের নাম ?

উত্তরঃ জর্ডানে ।

২২ নং প্রশ্ন :-  বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় কত সাল থেকে ?

উত্তরঃ  ১৯৩০ সাল  থেকে ।

২৩ নং প্রশ্ন :-১৯৩০ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন দেশ কোনটি ?

উত্তরঃ উরুগুয়ে ।

২৪ নং প্রশ্ন :- প্রথম ফুটবল বিশ্বকাপ খেলা কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তরঃ  উরুগুয়ে  ।

২৫ নং প্রশ্ন :- কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু হয়েছিল ?

উত্তরঃ ৫১ টি ।



আরো পড়ুন :-এনজিও চাকরির ভাইভা প্রস্তুতি । এনজিও চাকরির ভাইভা তে যে ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। 



২৬ নং প্রশ্ন :-  বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?

উত্তরঃ মেসো পটেমিয়াম ।

২৭নং প্রশ্ন :- ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনীর নাম ?

উত্তরঃ  ভারত ।

২৮নং প্রশ্ন :-  বার্সোলোনা নগরী কোথায় অবস্থিত ?

উত্তরঃ  স্পেনে ।

২৯নং প্রশ্ন :- শিল্প বিপ্লব সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল ?

উত্তরঃ ইংল্যান্ড ।

৩০নং প্রশ্ন :- রাশিয়ার মুদ্রার নাম কি ?

উত্তরঃ রুবল ।





৩১নং প্রশ্ন :- রয়টার্স কি ?

উত্তরঃ সংবাদ সংস্থা  ।

৩২নং প্রশ্ন :-  মান্দারিন কোন দেশের ভাষা ?

উত্তরঃ চীন ।

৩৩নং প্রশ্ন :-  the spirit of Islam বইটির লেখক কে ?

উত্তরঃ সৈয়দ আমীর আলী ।

৩৪নং প্রশ্ন :- ইতিহাসের জনক কাকে বলা হয় ?

উত্তরঃ হেরোডোটাস ।

৩৫নং প্রশ্ন :- হ্যারি পটার কি ?

উত্তরঃ একটি শিশুতোষ বই ।




৩৬ নং প্রশ্ন :- কোন দেশের  অধিবাসীরা ডাচ  নামে পরিচিত ?

উত্তরঃ নেদারল্যান্ড ।

৩৭ নং প্রশ্ন :-  এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ?

উত্তরঃ ইয়াংসিকিয়াং ।

৩৮ নং প্রশ্ন :- আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় রয়েছে ?

উত্তরঃ ফিলিপাইনের অবস্থিত ।

৩৯ নং প্রশ্ন :- কোন দেশে সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ?

উত্তরঃ শ্রীলংকা ।

৪০ নং প্রশ্ন :-লালবাগ কেল্লা কে স্থাপন করেন ?

উত্তরঃ শায়েস্তা খান ।






৪১ নং প্রশ্ন :-জাতীয় সংসদে কেরাম হয় কত জনে ?

উত্তরঃ ৬০জন ।

৪২ নং প্রশ্ন :-মিষ্টি কুমড়া কোন ধরণের খাদ্য ?

উত্তরঃ ভিটামিন ।

৪৩ নং প্রশ্ন :-হার্ডডিস্ক মাপার একক হলো ?

উত্তরঃ গিগাবাইট  ।

৪৪ নং প্রশ্ন :-বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবি কি ছিল ?

উত্তরঃ সিপাহী ।

৪৫ নং প্রশ্ন :-মাকড়সার পা কয়টি ?

উত্তরঃ ৮ টি ।





৪৬ নং প্রশ্ন :-পৃথিবীর যমজ  নামে পরিচিত কোন গ্রহ ?

উত্তরঃ বুধ ।

৪৭ নং প্রশ্ন :-কাজের একক কি ?

উত্তরঃ জুল ।

৪৮ নং প্রশ্ন :-মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ করতোয়া ।

৪৯ নং প্রশ্ন :-কত সালে মুসলিম লীগ গঠিত হয় ?

উত্তরঃ  ১৯০৬ সালে ।

৫০ নং প্রশ্ন :-মাছির পা  থাকে কয়টি ?

উত্তরঃ ৬ টি ।



আরো পড়ুন :-প্রাণ আরএফএল কোম্পানির চাকরির বেতন কেমন হয়,জানুন বিস্তারিত  



৫১ নং প্রশ্ন :-বাংলাদেসের  গভীরতম নদী  কোনটি ?

উত্তরঃ মেঘনা ।

৫২ নং প্রশ্ন :- ভবদহ বিল কোথায় অবস্তিত ?

উত্তরঃ যশোর ।

৫৩নং প্রশ্ন :-বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি ?

উত্তরঃ বরেন্দ জাদুঘর ।

৫৪নং প্রশ্ন :-ইস্ট কি ?

উত্তরঃ একটি ছত্রাক ।

৫৫নং প্রশ্ন :-আসাদ কবে শহীদ হয়েছিলেন ?

উত্তরঃ ১৯৬৯  সালের ২০ জানুয়ারি ।





৫৬নং প্রশ্ন :-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্টিত হয় ?

উত্তরঃ ১৯৬৬ সালে ।

৫৭নং প্রশ্ন :-বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত ?

উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ ।

৫৮নং প্রশ্ন :-ফকির আন্দোলনের নেতা কে ছিলেন ?

উত্তরঃ মজনু শাহ ।

৫৯নং প্রশ্ন :- মেঘলা রাতে কি ঘটে ?

উত্তরঃ  শিশির উৎপন্ন হয় না ।

৬০নং প্রশ্ন :-আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম? 

উত্তরঃ ৯০ তম। 





৬১নং প্রশ্ন :-বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? 

উত্তরঃ কুতুবদিয়া। 

৬২নং প্রশ্ন :-‘জীবন তরী’ কী? 

উত্তরঃ একটি ভাসমান হাসপাতাল। 

৬৩নং প্রশ্ন :- বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? 

উত্তরঃ নাজমুন আরা সুলতানা। 

৬৪নং প্রশ্ন :-বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন? 

উত্তরঃ ৪৬৮২ দিন।

৬৫নং প্রশ্ন :- কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ কর্ণফুলী নদীর তীরে । 





৬৬নং প্রশ্ন :- জার্মানির রাজধানীর নাম কি? 

উত্তরঃ বার্লিন। 

৬৭নং প্রশ্ন :-ডাল গবেষণা কেন্দ্র কোথায়? 

উত্তরঃ ঈশ্বরদী, পাবনা। 

৬৮নং প্রশ্ন :-শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন ?

উত্তরঃ ফারসি।

৬৯নং প্রশ্ন :- জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় ? 

উত্তরঃ মশা। 

৭০নং প্রশ্ন :-বাংলাদেশের সর্বপ্রথম পাপ মুক্ত বাংলা সিনেমা কোনটি 

উত্তরঃ ভাইয়ারে ।




Post a Comment

0 Comments