Header Ads Widget

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রিয়েল ভাইভা প্রস্তুতি ( পার্ট ১ )Real Viva Preparation for Primary Assistant Teacher Recruitment Exam (Part 1)

  



বর্তমান সময়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে সাম্প্রতিক সময়ে তাদের ভাইবার কার্যক্রম শুরু করেছে । যেকোনো ধরনের সরকারি চাকরির জন্য রিটেন পরীক্ষায় পাশ করার পরে ভাইভা পরীক্ষায় পাস করা প্রত্যেকটা চাকরিপ্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । কারণ ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল মাত্র সরকারি একটা চাকরি পাওয়া সম্ভব ।ভাইভা বোর্ডে ভাইবা সাধারণত ১০ থেকে ১৫ মিনিট সময়ের মধ্যেই হয়ে থাকে তো এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একজন চাকরিপ্রার্থী ছেলে এবং মেয়ের কাছে ।আপনি যদি এই ১০ থেকে ১৫মিনিট এই সময়টা একটু সাবধানতার সাথে সাজিয়ে গুছিয়ে বোর্ড প্রশ্নকর্তার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলেই কেবলমাত্র আপনি এই ভাইভা পরীক্ষায় উন্নীত হতে পারবেন । ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে অনেক বিষয়ে জ্ঞান রাখতে হবে অনেক বিষয় জানতে হবে অনেক বিষয় আয়ত্তে রাখতে হবে ।


 তো আজকে আমরা আপনাদের একটি রিয়াল ভাইবার প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি নিয়মিত আমাদের এ আয়োজন গুলো দেখেন তাহলে আশা করা যায় আপনারা এর থেকে ভালো কিছু বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন । আমরা এখন থেকেই নিয়মিত পাঠ বাই  পাঠ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ ।


আপনি যদি আমাদের এই সিরিজগুলো প্রত্যেকটায় ফলো করেন এবং অনুসরণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ভাইবাতে কি ধরনের প্রশ্ন করা হয় ভাইবাতে কি ধরনের বিষয়ে জিজ্ঞেস করা হয় এক কথায় ভাইবার সম্পর্কে এ টু জেড আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যদি আপনি আমাদের সিরিজগুলো একটাও মিস না করেন ।


প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রস্তুতি  রিয়েল ভাইভা:


প্রার্থীর নাম : আব্দুর রহিম 


 


চাকরি প্রার্থী :-           আস সালামুয়ালাইকুম ,আসতে পারি? স্যার 


ভাইভা বোর্ডের স্যার ৩জন:-ওয়ালাইকুম সালাম,জ্বি আসুন,বসুন।


ভাইভা বোর্ডের স্যার ১:-    আপনার নাম কি? 


চাকরি প্রার্থী : -       আব্দুর রহিম ।


ভাইভা বোর্ডের স্যার ১ :-   আব্দুর রহিম নামের অর্থ কি? 


চাকরি প্রার্থী :-         আব্দুর রহিম নামের অর্থ -দয়ালুর গোলাম 


ভাইভা বোর্ডের স্যার ৩:-   জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম 

                                                  বলুন তো ?

                                 


                                

চাকরি প্রার্থী  :- -       -ধূসর পান্ডুলিপি 


ভাইভা বোর্ডের স্যার ২ :- ট্রান্সলেট করুন  ,আমি আপনাকে খাওয়াই 


চাকরি প্রার্থী  :-     -I feed you.


ভাইভা বোর্ডের স্যার ২ :- বলুন তো  BUETএর ফুল মিনিং কি? 


চাকরি প্রার্থী:- -  Bangladesh University of Engineering and Technology .


ভাইভা বোর্ডের স্যার ৩ :-বলুন তো  নতুন পদ্মা সেতু কোন কোন জেলাকে 

                                    সংযুক্ত করেছে?

চাকরি প্রার্থী  :-   মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।  


ভাইভা বোর্ডের স্যার ৩ :-  আপনার রেজাল্ট খুবই ইম্প্রেসিভ।আপনি কিএই 

                                      থাকবেন?? 

চাকরি প্রার্থী:-  জ্বি স্যার,ইনশাল্লাহ থাকবো ।



ভাইভা বোর্ডের স্যার ৩:-  আমাদের দেশের জাতীয় দিবস গুলোর নাম বলুন।


চাকরি প্রার্থী  :-  -বাংলাদেশের জাতীয় দিবস একটি, ২৬ মার্চ। 


ভাইভা বোর্ডের স্যার ২ :- ২৬ মার্চ কে কত সালে জাতীয় দিবস হিসেবে ঘোষণা   করা হয়?  


                                 

চাকরি প্রার্থী :- -    ১৯৮০ সালে। 


ভাইভা বোর্ডের স্যার ২ :- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম কি ছিলো ? 


চাকরি প্রার্থী :-    -সায়েরা খাতুন।


ভাইভা বোর্ডের স্যার ১ :-   দু'জন শহীদ বুদ্ধিজীবীর নাম বলুন।


চাকরি প্রার্থী  :-  - শহীদ ড. গোবিন্দ চন্দ্র দেব ও  শহীদ ড. শামসুজ্জোহা।


ভাইভা বোর্ডের স্যার ১ :- ট্রান্সলেট করুন: জেলা প্রাথমিক শিক্ষা অফিস। 


চাকরি প্রার্থী  :-  -District Primary Education Office..




ভাইভা বোর্ডের স্যার ১:-  কতজন বীরশ্রেষ্ঠের বাড়ি খুলনা 


                                   বিভাগের মধ্যে রয়েছে ?


চাকরি প্রার্থী  :-    -২ জন।


ভাইভা বোর্ডের স্যার ২:- তাদের নাম বলুন। 


চাকরি প্রার্থী  :- -বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও বীরশ্রেষ্ঠনূর    মোহাম্মদ শেখ।


                


ভাইভা বোর্ডের স্যার ৩:-আপনি কোন সাবজেক্টে নিয়ে 


                                  পড়াশোনা  করেছেন?


                                    

চাকরি প্রার্থী  :- --সমাজকর্ম। 


ভাইভা বোর্ডের স্যার ৩:- সমাজকর্ম কি একটু বিস্তারিত বুঝিয়ে   বলুন। 


                      

চাকরি প্রার্থী  :- সমাজকর্ম হলো :- মানবকল্যাণ সংশ্লিষ্ট একটি বিশেষ জ্ঞান ও একটি ব্যাবহারিক দক্ষতা সম্পন্ন এমন এক ধরনের পেশা , বিজ্ঞান ও কলা যা বহুমুখী সমস্যা সমাধানে সহায়তা এবং সামাজিক উন্নয়ানে আন্তঃক্রিয়া সৃষ্টির মাধ্যমে ব্যক্তি , দল ও সমষ্টিকে সুখী ও সমৃদ্ধ হতে সহায়তা করে তাকেই  সমাজকর্ম  বলে ।।


ভাইভা বোর্ডের স্যার ৩:- নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্যে 


                                    আপনি কোনটি করবেন? 


চাকরি প্রার্থী  : ---কবিতা আবৃত্তি, স্যার আমি নিজে ছড়া-কবিতা লিখি, আমি কি আমার নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করব স্যার?


ভাইভা বোর্ডের স্যার ৩:- হা শোনান তাহলে কবিতা আবৃত্তি ।


-চাকরি প্রার্থী  : - --আমাদের এই দেশ 


                                 রাহাত রহিম 


আমাদের এই দেশ সবুজ শ্যামল 


পুকুর দীঘিতে করে পানি টলমল। 


ঝাঁক বেঁধে উড়ে যায় সারি সারি বক


সময়টা কত হলো জানায় মোরগ।


দিগন্তে মিশে যায় নীলাভ আকাশ 


নদী তীরে দাপাদাপি করে বালি হাঁস। 


গাছে গাছে ডালে ডালে পাখি দেয় উঁকি 


মেঠো পথে স্কুলে হেঁটে যায় খুকি। 


যামিনীর নিঝঝুম ভাঙ্গে নিশাচর 


আমাদের এই দেশ সম্ভাবনার। 


****************************

ভাইভা বোর্ডের স্যার ২:- আপনার উচ্চারণ আর বাচনভঙ্গি তে বোঝা যাচ্ছে।খুব সুন্দর আবৃত্তি আপনার।আমাদের সময় কম তাই পুরোটা শুনতে পারলাম না।


ভাইভা বোর্ডের স্যার ২:- ঠিক আছে আপনি এখন আসুন ।


-চাকরি প্রার্থী  : - --ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।


আপনাদের সাথে একটি রিয়েল ফাইবার প্রস্তুতি আজকের শেয়ার করলাম আবার নিয়মিত আরো অনেকগুলো পাঠ নিয়ে আপনার সাথে আলোচনা করব ।আপনারা যারা প্রাইমারি সহকারি শিক্ষক পরীক্ষা দিবেন এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরির  জন্য ভাইভা পরীক্ষা দিবেন তারা অবশ্যই আমাদের এই সিরিজ গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন আশা করি সবাই সফলতা লাভ করেন বাস্তব জীবনে ইনশাআল্লাহ ।


আমাদের ভাইভা প্রস্তুতি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের নিজস্ব মতামত গুলো কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনারা কি ধরনের ভাইভা প্রস্তুতি সম্পর্কে জানতে চান যদি কোন বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন  ।আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মনের মত আপনাদের কাছে গ্রহণযোগ্য এমন কিছু উপস্থাপন করা যার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন ।

Post a Comment

0 Comments