Header Ads Widget

প্রাইমারী পরীক্ষা সহ যে কোন চাকরির পরীক্ষার জন্য ৮০ টি প্রশ্নোত্তর কমন পাবেন ইনশাল্লাহ্। Primary Suggestions ২০২২ ।

 

প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য ৮০ টি প্রশ্নোত্তর কমন পাবেন ইনশাল্লাহ্। Primary Suggestions ২০২২ ।


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের 45000 প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে । এটা যে কোন সময় হতে পারে যেহেতু হাতে বেশি সময় নেই তাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে পড়াশোনা করা দরকার । যেগুলো থেকে আপনার  ভালো পরিমাণে কমন পাওয়ার সম্ভাবনা থাকে । আমরা এই পোস্টের মাধ্যমে 80 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আশা করা যায় যেগুলো থেকে অনেকটাই পরীক্ষায় কমন পাওয়া যাবে । যারা প্রাইমারি সহকারী শিক্ষক এবং বিভিন্ন সরকারি চাকরির আশায় আছেন তারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন, যদি আপনি ভালো প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার পরীক্ষা ভালো হবে আপনার চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে ।


 নিয়মিত বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়ক চাকরির খবর এবং পরীক্ষা বিষয়ক  স্পেশাল সাজেসন্স পেতে সবাই আমাদের ফেসবুক পেজ  Rajshahinews24,com টি কে ফলো করে রাখুন |

***প্রশ্নঃ১। ভারতের লোকসভাই আসন সংখ্যা কতটি ?

    উত্তরঃ -  ৫৪৫টি 

***প্রশ্নঃ  ২।  কারাগারে বঙ্গবন্ধু শেখ মজিবুর সারাজীবনে মোট বন্দী ছিলেন?

       উত্তরঃ - ৪৬৮২ দিন ।

***প্রশ্নঃ ৩।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের উপর রচিত একটি গ্রন্থ হলো  ?

    উত্তরঃ - ৩০৫৩ দিন ।

***প্রশ্নঃ ৪। সর্বশেষ ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হেনেছিল  নাম ও শাল   - ফণি (৪মে,২০১৯) ।


 ***প্রশ্নঃ ৫। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া সর্বশেষ বীরাঙ্গনা নারীদের সংখ্যা ?

       উত্তর -৩২২ জন ।


***প্রশ্নঃ৬। রাশিয়ার কাছ থেকে ১৮৬৭সালে  কোন দেশ 'আলাস্কা ' অঙ্গরাজ্যটি ক্রয় করে?

   উত্তরঃ -যুক্তরাষ্ট্র ।

  

***প্রশ্নঃ৭। বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি?

    উত্তরঃ - গ্রীনল্যান্ড ।


***প্রশ্নঃ৮।জাহাজ মালিকের দেশ হিসাবে  বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি ?     উত্তরঃ -গ্রীস।


***প্রশ্নঃ৯। বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর -আহমদ মৃত্যু বরণ করেন কত সালে ?

উত্তরঃ- ২৩ আগস্ট ২০১৯ ।


***প্রশ্নঃ৯। ডেঙ্গ জ্বর  ভাইরাস ছড়ায় কোন মশার কারণে ?

উত্তরঃ-এডিশ মশা ।


***প্রশ্নঃ১০। বাংলাদেশর কেন্দীয়  ব্যাঙ্ক বর্তমানে  বছরে কইবার মুদ্রানীতি ঘোষণা করে ?

 উত্তরঃ- ১ বার ।


***প্রশ্নঃ১১ । আফগানিস্তান এর  বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ?

 উত্তরঃ- মোল্লাহ হাসান আখুন্দ ।

***প্রশ্নঃ১২। রাশিয়ার   বর্তমান প্রেসিডেন্ট এর  নাম কি ?

 উত্তরঃ- ভ্লাদিমির পুতিন ।

***প্রশ্নঃ১৩।  ইসরায়েল বর্তমান প্রেসিডেন্ট এর  নাম কি ?

 উত্তরঃ-রিউভেন ।

***প্রশ্নঃ১৪।নিউজিল্যান্ড এর  বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ?

 উত্তরঃ- জাসিন্ডা আরডার্ন ।

***প্রশ্নঃ১৫। ইউক্রেন এর বর্তমান প্রেসিডেন্ট এর  নাম কি ?

 উত্তরঃ- জিলেনস্কি ।

***প্রশ্নঃ১৬। জাতিসংঘ এর প্রধান কে ?

 উত্তরঃ-অ্যান্থোনি গুতেরেস ।

***প্রশ্নঃ১৭।  NATO এর প্রধান কে ?

 উত্তরঃ- জেনস স্টলেনবার্গ ।

***প্রশ্নঃ১৮। আরবলীগ এর প্রধান কে ?

 উত্তরঃ-আহমেদ আবুল ঘেইত ।

***প্রশ্নঃ১৯। ফিফা এর প্রধান কে ?

 উত্তরঃ-  জিয়ান্নি ইনফান্তিনো ।

***প্রশ্নঃ২০। ইউনেস্কো  এর প্রধান কে ?

 উত্তরঃ- ইরিনা বোকাভা ।


***প্রশ্নঃ২১। ন্যাটোর সদস্য সংখ্যা কতজন ?

 উত্তরঃ- ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ৩০ ।


***প্রশ্নঃ২২।বিশ্ব ব্যাংক কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ?

 উত্তরঃ-ওয়াশিংটন ডিসি, ১৯৪৫ সালে ।



***প্রশ্নঃ২৩। ম্যাগনাকার্টা চুক্তি কত সালে সংঘটিত হয়েছিল ?


 ১২১৫সালের ১৫ জুন,

***প্রশ্নঃ২৪।পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে সংঘটিত হয়েছিল ?

উত্তরঃ-১৯৯৭সালের ২ ডিসেম্বর  ।

***প্রশ্নঃ২৫। আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কোনটি ?

উত্তরঃ- কানাডা।

***প্রশ্নঃ২৫। আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি ? 

উত্তরঃ- কাজাখস্তান।

***প্রশ্নঃ২৬। আয়তনে পৃথিবীর ৩য় বৃহত্তম দেশ কোনটি ? 

উত্তরঃ- যুক্তরাষ্ট্র ।

***প্রশ্নঃ২৭।  জনসংখ্যায় মুসলিম বিশ্বে বৃহত্তম দেশ কোনটি ?

 উত্তরঃ-  ইন্দোনেশিয়া ।

***প্রশ্নঃ২৮ । পল্লিবন্ধু এরশাদ মৃত্যুবরণ করেন কত সালে ?

 উত্তরঃ- ১৪ জুলাই, ২০১৯। 

***প্রশ্নঃ২৯। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে যে দুটি দেশ  বাণিজ্য যুদ্ধে লিপ্ত ?

উত্তরঃ-   চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র ।

***প্রশ্নঃ৩০। সারা বিশ্বে ইন্টারনেট সিস্টেম চালু হয় কত সালে ?

উত্তরঃ- ১৯৬৯সালে ।

***প্রশ্নঃ৩১। শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু ' উপাধি পান কত সালে ? 

 উত্তরঃ- ১৯৬৯ সালে ।

***প্রশ্নঃ৩২। Delta Plan 2100' বাস্তবায়নে সহযোগী দেশ কোনটি ?

উত্তরঃ - নেদারল্যান্ডস ।

 ***প্রশ্নঃ৩৩।  'T-4' কি ?

উত্তরঃ -সিরিয়ার একটি বিমানঘাঁটি  ।

***প্রশ্নঃ৩৪। 'S-400 'কি ?

উত্তরঃ রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপনাস্ত্র ।

***প্রশ্নঃ৩৫। বর্তমানে বাংলাদেশে সর্বোচ বিনিয়োগকারী শীর্ষ দেশ কোনটি ?

উত্তরঃ - চীন ।

 ***প্রশ্নঃ৩৬। বাংলাদেশ রেলের অনলাইনে টিকিট কাটার অ্যাপের নাম কি ?

উত্তরঃ - সেবা ।

' ***প্রশ্নঃ৩৭। বাংলাদেশ 'নামে একটি  গ্রাম রয়েছে কোথায় ?

উত্তরঃ - ভারতের কাশ্মীরে ।

 ***প্রশ্নঃ৩৮। বিশ্বকাপ ও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান কত ?

উত্তরঃ - ৩৩৩ রান (ইংল্যান্ড ) ।

  ***প্রশ্নঃ৩৯। বর্তমানে জিডিপি-তে শীর্ষ দেশ কোনটি ? 

উত্তরঃ  - যুক্তরাষ্ট্র ।

 ***প্রশ্নঃ৪০। আলোকিত মানুষ চাই-  এটি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের স্লোগান?

উত্তরঃ  -  বিশ্ব সাহিত্য কেন্দ্র ।

  ***প্রশ্নঃ৪১। বাংলাদেশের  উপকূলীয় জেলা রয়েছে কয়টি ?

 উত্তরঃ - ১৬টি ।

  ***প্রশ্নঃ৪২। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?

উত্তরঃ -  তিস্তা সেচ প্রকল্প।

 ***প্রশ্নঃ৪৩। বাংলাদেশের 'কুয়েত সিটি' নামে খ্যাত কোন এলাকা ?

 উত্তরঃ -   খুলনা অঞ্চল ।

  ***প্রশ্নঃ৪৪। ডুরান্ড লাইন কোনটি ?

 উত্তরঃ -পাকিস্তান ও আফগানিস্তান ।

  ***প্রশ্নঃ৪৫ । স্পারশো কোন মন্ত্রণালয়ের অধীন এ কাজ করে ?

 উত্তরঃ- প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

  ***প্রশ্নঃ৪৬ ।  বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?

 উত্তরঃ- ৩ ডিসেম্বর, ১৯৫৫ ।

   ***প্রশ্নঃ৪৭ ।সোমপুর বদ্ধ-বিহার কে নির্মাণ করেন?

উত্তরঃ-  রাজা ধর্মপাল ।

 ***প্রশ্নঃ৪৮। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি ?-

উত্তরঃ- ভ্লাদিভস্টক ।

 ' ***প্রশ্নঃ৪৯।  A Long Walk to Freedom ' গ্রন্থটির লেখক কে ? 

উত্তরঃ-নেলসন ম্যান্ডেলা ।

  ' ***প্রশ্নঃ৪৯। মুক্তার দ্বীপ কোনটি?

উত্তরঃ- বাহরাইন ।

 ***প্রশ্নঃ৫০। গারুদা যে দেশের বিমানসংস্থার নাম ?

উত্তরঃ- ইন্দোনেশিয়া ।

'***প্রশ্নঃ৫১। হারারে' এর পুরাতন নাম কি ?

উত্তরঃ-   সলসব্যারি ।

'***প্রশ্নঃ৫২। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?

উত্তরঃ- বৈকাল হ্রদ ।

'***প্রশ্নঃ৫৩। ইসরায়েল এর গোয়েন্দা সংস্থার নাম কি ?

উত্তরঃ-  মোসাদ ।

 '***প্রশ্নঃ৫৪। ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কার্যকর হয় কত সালে ?

উত্তরঃ- আগস্ট, ২০১৫ ।

  '***প্রশ্নঃ৫৪। টুপাক আমারুকি ?

উত্তরঃ- পেরুর গেরিলা সংগঠন ।

 ***প্রশ্নঃ৫৫। যে চুক্তির ভিত্তিতে ছয়দফা রচিত হয় হয়েছিল ?

উত্তরঃ-   তাসখন্দ চুক্তি ।

***প্রশ্নঃ৫৬। প্রাচীকালে 'হরিকেল' বলতে  কোন এলাকাকে বুঝাতো-

উত্তরঃ- সিলেট ও পার্বত্য চট্টগ্রাম  । 

 ***প্রশ্নঃ৫৭। বাংলাদেশ গণপরিষদের ১ম নির্বাচিত স্পিকার কে ছিলেন ?

উত্তরঃ-  শাহ আবদুল হামিদ  ।

 ' ***প্রশ্নঃ৫৮।  সাফরেন কি ?

উত্তরঃ-  ফ্রান্সের নতুন প্রজন্মের সাবমেরিন ।

 ' ***প্রশ্নঃ৫৯। "চন্দ্রযান-২' কি ?

উত্তরঃ- ভারতের উৎক্ষেপিত মহাকাশযান ।

 ' ***প্রশ্নঃ৬০ । ইথিওপিয়ার রাজধানীর নাম কি ?

উত্তরঃ- আদ্দিস আবাবা।

  ' ***প্রশ্নঃ৬১ ।' ডিল অব দ্য সেঞ্চুরি ' গোপন নথিটি প্রকাশ করে কোন দেশ ?

উত্তরঃ- ইসরায়েলের হাইয়ুম পত্রিকা ।

 ' ***প্রশ্নঃ৬২। ঢাবি'র ৫২তম সমাবর্তনের প্রধান বক্তা কে ছিলেন ?

উত্তরঃ- তাকাআকি কাজিতা ।

 ' ***প্রশ্নঃ৬৩। সিঙ্গাপুর কি রাষ্ট্র ?

উত্তরঃ- এটি একটি নগর রাষ্ট্র ।

  ' ***প্রশ্নঃ৬৪।  গ্রিনহাউস গ্যাস কতটি?

উত্তরঃ-  ৭ টি ।

  ***প্রশ্নঃ৬৫।  কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান- ঘরবাড়ি ও স্থাবর সম্পত্তির কোনো ক্ষতি হয় না?

 উত্তরঃ- নিউট্রন বোমা ।

***প্রশ্নঃ৬৬।  হোম পেইজ মানে কি?

উত্তরঃ-তথ্য পরিবেশনা ।

***প্রশ্নঃ৬৭। বায়ু দূষণের দিক দিয়ে শীর্ষ শহর  কোনটি ?

উত্তরঃ- দিল্লি, ভারত  ।

***প্রশ্নঃ৬৮।  I am Happy এর বাংলা অর্থ কী?

উত্তরঃ- আমি হ্যাপি  ।

***প্রশ্নঃ৬৯ । বাংলাদেশের প্রথম বিদ্রোহী কবি কে?

উত্তরঃ-মাইকেল মধুসুদন দত্ত ।

 ***প্রশ্নঃ৭০।২৫ মার্চের মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনা করেন কীসের মাধ্যমে?

উত্তরঃ-ওয়ারলেসের মাধ্যমে ।

  ***প্রশ্নঃ৭১। "ভুখা" মিছিলকত সালে হয়েছিল ? 

উত্তরঃ-  ১৪ অক্টোবর ১৯৪৯ ।

***প্রশ্নঃ৭২। বুড়িগঙ্গা নদীকে কার সাথে তুলনা করা হয়?

 উত্তরঃ- এরি হ্রদের সাথে।

 ***প্রশ্নঃ৭৩।  পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন  উপলক্ষে কতটি পায়রা উড়ানো হয়?

উত্তরঃ- ১৩২০ টি।

 ***প্রশ্নঃ৭৪। বাংলাদেশের তৈরি প্রথম রকেট এর নাম কি ?

উত্তরঃ- ধূমকেতু।

 ***প্রশ্নঃ৭৫। ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ কোনটি ও কত জন নাবিক ছিলো ?

উত্তরঃ- ‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।

  ***প্রশ্নঃ৭৬। রাশিয়া ক্রিমিয়া দখল করে কত সালে ?

উত্তরঃ-২০১৪ সালে।

  ***প্রশ্নঃ৭৭।  ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম-কি?

উত্তরঃ-নুসানতারা ।

 ***প্রশ্নঃ৭৮। সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ-স্বাক্ষরিত হয় - ২ জুলাই ১৯৭২ সালে ।

 ***প্রশ্নঃ৭৯। মুজিববর্ষের স্মরনিকার নাম কি ?

 উত্তরঃ- 'ন্যায়কণ্ঠ'।

 ***প্রশ্নঃ৮০।  গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ কোনটি ?

উত্তরঃ- চীন।

Post a Comment

0 Comments