Header Ads Widget

বেসরকারি সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০ টি MCQ প্রশ্ন ও সাজেশন । Private All jobs Exam MCQ Question

 

বেসরকারি সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ  ১০০ টি MCQ  প্রশ্ন ও সাজেশন


আমরা দেখি যে বিভিন্ন ধরনের সরকারি চাকরি পরীক্ষার জন্য বাজারে বিভিন্ন ধরনের সাজেশন বই প্রশ্নপত্র পাওয়া যায় |কিন্তু বেসরকারি চাকরির জন্য এই ধরনের কোন বই এর সাজেশন বা গাইড পাওয়া যায় না |তো যারা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী আজকের এই পোস্ট টি শুধুমাত্র তাদের জন্য ।আজকের এই পোস্ট এর মাধ্যমে আমরা বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের চাকরি পরীক্ষায় যে  ধরনের প্রশ্ন করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । 



আমরা এতদিন জানতাম যে শুধুমাত্র সরকারি চাকরি পরীক্ষাগুলোতেই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করে ভালো ফলাফলের মাধ্যমে চাকরি পাওয়া যায় কিন্তু বর্তমান সময়ে বেসরকারি চাকরির চাহিদা বেশি থাকার কারণে এখন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাইতে গেলেও এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং যারা ভালো ফলাফল করে শুধুমাত্র তারাই চাকরিতে নিয়োগ পায় । আজকের এই পোস্ট এর  মাধ্যমে আমরা বিভিন্ন বেসরকারি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ।


বেসরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও সাজেশন :



প্রশ্ন :- পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

উত্তর :- পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলায় অবস্থিত ।


প্রশ্ন :- ভাষা আন্দোলন চলাকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় অবস্থান করছিলেন ?

উত্তর :-মহান ভাষা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন ।


প্রশ্ন :-  ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত - এই উক্তিটি কোন কবির ?

উত্তর :- সুভাষ মুখোপাধ্যায়.এর  উক্তি এটি ।


প্রশ্ন :-  সুন্দরবনের কয় ধরনের হরিণ পাওয়া যায় ?

উত্তর :- সুন্দরবনে দুই ধরনের হরিণ পাওয়া যায় ।


প্রশ্ন :-বাংলাদেশের বিখ্যাত মংলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ? 

উত্তর :- মংলা সমুদ্র বন্দর পশুর  নদীর তীরে অবস্থিত ।


প্রশ্ন :- বিশ্বের রাজধানী হিসেবে কোন শহরকে ডাকা হয় ?

উত্তর :- বিশ্বের রাজধানী হিসেবে নিউইয়র্ক শহরকে বলা হয় ।


প্রশ্ন :- ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয় ?

উত্তর :- বেলজিয়ামকে ইউরোপের ককপিট হিসেবে ডাকা হয় ।


প্রশ্ন :- বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত ?

উত্তর :- বাংলাদেশের কক্সবাজারকে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত হিসেবে দেখা হয় ।


প্রশ্ন :-  বিশ্বের বিখ্যাত মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার ?

উত্তর :- ৮৮৫০মিটার  ।


প্রশ্ন :- ২০২৩ সালের তুরুষ্কের স্মরণীয় ও ভয়ঙ্কর  ভূমিকম্পের মাত্রা কত? 

 উত্তর :- ৭.৮ মাত্রা ভূমিকম্প ছিল ।


প্রশ্ন :-  জাতিসংঘের কততম সদস্য হিসেবে পরিচিত বাংলাদেশ  ?

 উত্তর :- ১৩৬ তম।


প্রশ্ন :- বাংলাদেশের কোন জেলায় গারো উপজাতি রা বসবাস করে ?

 উত্তর :- ময়মনসিংহজেলায় ।


প্রশ্ন :- বাংলাদেশের সবচেয়ে বেশি পাট চাষ হয় কোন জেলায় ?

 উত্তর :- ফরিদপুর জেলায় ।


প্রশ্ন :- বাংলাদেশের সর্বপ্রথম ভ্যাট সিস্টেম চালু হয় কত সালে ?

 উত্তর :- ১৯৯১সালে।


প্রশ্ন :-রিক্সা শব্দটি কোন ভাষার শব্দ ?

 উত্তর :-  জাপানি ভাষার ।


প্রশ্ন :- এক মিলিয়ন সমান কত লক্ষ?

 উত্তর :- ১০লক্ষ ।


প্রশ্ন :-  এক পক্ষ সমান কত দিন ?

 উত্তর :- ১৫ দিন ।


প্রশ্ন :-   বিশ্বে গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?

 উত্তর :-  রাশিয়া ।


প্রশ্ন :-  বনলতা সেন বলতে বাংলাদেশের কোন জেলাকে বলা হয় ?

 উত্তর :-  নাটোর জেলাকে ।


প্রশ্ন :-  বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ?

 উত্তর :-  ৭মার্চ, ১৯৭৩ সালে ।


প্রশ্ন :-   বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর অবস্থিত ?

 উত্তর :- বাংলাদেশে ৩ টি সমুদ্র বন্দর ।


প্রশ্ন :-    বাংলাদেশের কোন জেলায় জুম চাষ করা হয় ?

 উত্তর :- বান্দরবান জেলায় ।


প্রশ্ন :-  বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে ?

 উত্তর :- মৌলভীবাজার জেলায় ।


প্রশ্ন :-  বাংলাদেশের বরিশাল জেলা কোন নদীর তীরে অবস্থিত ?

 উত্তর :- বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ।






প্রশ্ন :-  বাংলাদেশের স্বনামধন্য  ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?

 উত্তর :-  ১৯২১ সালে। 


প্রশ্ন :-  বাংলাদেশের কোন জেলাকে ৩৬০আউলিয়ার দেশ বলা হয় ?

 উত্তর :-  সিলেট জেলাকে ।


প্রশ্ন :-  সুষম খাদ্যে কয়টি উপাদান বিদ্যমান থাকে ?

 উত্তর :-  ৬ টি  উপাদান ।


প্রশ্ন :-  বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে ?

 উত্তর :-  ঢাকা জেলা ।


প্রশ্ন :-  শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি ?

 উত্তর :-  রনিল বিক্রমাসিংহে ।


প্রশ্ন :-  বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত ?

 উত্তর :-  ঢাকা জেলায় অবস্থিত ।


প্রশ্ন :-  বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম আদমশুমারি হয় কত সালে ?

 উত্তর :-  ১৯৭৪ সালে ।


প্রশ্ন :-  বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত ?

 উত্তর :- নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর জেলায় অবস্থিত ।


প্রশ্ন :-  কালবৈশাখী-এর ইংরেজি শব্দ কোনটি ?

 উত্তর :- North Westerlies ,


প্রশ্ন :- সংসদ সদস্য নির্বাচনে ভোটে দাঁড়ানোর জন্য একজন মানুষের সর্বনিম্ন কত বছর বয়স লাগে ?

 উত্তর :- ২৫ বছর লাগে ।


প্রশ্ন :-সুন্দরবন দিবস কোন মাসে পালন করা হয়?

 উত্তর :- ১৪ ফেব্রুয়ারি  ।


প্রশ্ন :-  বিশ্বের কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই ?

  উত্তর :- নেপাল ও ভুটান ।


প্রশ্ন :-  ইতিহাস বিখ্যাত নীলনদ কোন দেশে অবস্থিত ?

  উত্তর :-  মিসর ।


প্রশ্ন :- খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি ?

  উত্তর :-  বাইবেল ।


প্রশ্ন :- বাংলাদেশে মোট পর্যটন কেন্দ্রের সংখ্যা কয়টি ?

  উত্তর :-   ৭ টি ।


প্রশ্ন :- ফেইসবুক প্রতিষ্ঠিত হয় কত সালে ?

 উত্তর :- ৪ফেব্রুয়ারি ২০০৪ সাল ।





প্রশ্ন :- ঢাকের বাঁয়া – এর বাগধারা কোনটি ?

 উত্তর :- অপ্রয়োজনীয়।


প্রশ্ন :-  তেল নুন লকড়ি – এর বাগধারা কোনটি ?

 উত্তর :-  মৌলিক প্রয়োজন।


প্রশ্ন :-   পটের বিবি– এর বাগধারা কোনটি ?

 উত্তর :-  সুসজ্জিত।


প্রশ্ন :- শাঁখের করাত –এর বাগধারা কোনটি ?

 উত্তর :- উভয় সংকট।


প্রশ্ন :-  অতি ভক্তি চোরের লক্ষণ - translation for English ?

 উত্তর :-  Too much courtesy, too much craft.  


প্রশ্ন :- অপচয় করো না, অভাব হবে না - translation for English ? 

 উত্তর :-Waste not, want not. 


প্রশ্ন :-  আকাশ কুসুম রচনা করা - translation for English ? 

 উত্তর :- Build castles in the air.


প্রশ্ন :-  আমার তিলমাত্র সময় নেই  - translation for English ? 

 উত্তর :-I can not spare an instant. 


প্রশ্ন :- মানুষ যত পায়, তত চায়  - translation for English ? 

  উত্তর :- Man gets as much as he wants. 


প্রশ্ন :-  টাকায় ৬টি করে কলা  কিনে টাকায় ৩টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

 উত্তর :- ৫০% ।

Post a Comment

0 Comments